মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  

নিহত প্রীতম রায়। ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রীতম রায় নামে মাস্টারনেটের এক ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে মীর মশাররফ হোসেন হলের পাশ থেকে তাকে উদ্ধার করেন হলের কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রীতম রায়ের (২৩) গ্রামের বাড়ি মাদারীপুর। তিনি মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন। প্রীতম সাভারের ভাটপাড়া এলাকায় মাস্টারনেটের বাসায় থাকতেন।

মীর মশাররফ হোসেন হলের কয়েকজন শিক্ষার্থী জানান, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজে হলে আসেন। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে প্রীতমের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তারা ধারণা করছেন, প্রীতম ছাদ থেকে পড়ে মারা গেছেন।

এ বিষয়ে মাস্টারনেটের মালিক মো. রুবেল বলেন, দিনের বেলায় সব শিক্ষার্থী কক্ষে থাকেন না। সেজন্য রাতে তার কর্মচারীরা ইন্টারনেট মেরামতের কাজ করছিলেন। ছাদে প্রীতম ইন্টারনেটের লেজারের কাজ করছিলেন। রাত ১১টার দিকে হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজনকে প্রীতম ফোনে জানিয়েছিলেন, তিনি দুটি লেজার মেরামতের কাজ করেছেন। এখনো দুটি লেজারের কাজ বাকি আছে। এরপরে তার আর সাড়া শব্দ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়।

প্রীতমের সঙ্গে হলে বাকি যে তিনজন কাজ করছিলেন তাদের একজন মো. লিংকন বলেন, কাজ করার সময় তার সঙ্গে ফোনে কথা হয় প্রীতমের। পরে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি। পরে ছাদের যে অংশে কাজ করছিল সে অংশে গিয়ে কল দিলে ভবনের নিচে প্রীতমের মুঠোফোনের রিংটন বাজতে থাকে। পরে তারা নিচে গিয়ে দেখেন তিনি মাটিতে পরে আছেন।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘স্পটে (ঘটনাস্থলে) দুবার গিয়ে ও কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো, হলের ছাদের চিলেকোঠার অংশের কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে হয়তো সে পড়ে গেছে। কারণ আমরা কার্নিশের ইট ভাঙা পেয়েছি।’

Header Ad
Header Ad

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শীলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শীলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। তবে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ৫ জন ব্যক্তিকে শীলার ঘরে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে শীলার এক প্রতিবেশী তার কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজনকে খবর দেন। স্থানীয়রা দরজা খুলে দেখতে পান তার গলাকাটা মরদেহ বিছানাতে পড়ে আছে। পরে থানায় খবর দিলে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শীলার বাসায় মাদকের আসর হয়েছে। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মরদেহ ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

টিকটকে প্রেম : নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  

ছবিঃ সংগৃহীত

টিকটকে প্রেম করে নওগাঁর মোমিনের সঙ্গে পালিয়ে যায় সুবা। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবা টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে নওগাঁর মোমিন হোসেনের সঙ্গে পরিচিত হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। গতকাল মোহাম্মদপুরে তারা সাক্ষাৎ করে এবং সেদিনই বাসে করে নওগাঁয় চলে যায়। পরে আজ দুপুরে তাকে উদ্ধার করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

সুবার নওগাঁয় তার প্রেমিকের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। সুবা হেসে বলেছে, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ পরে তাকে উদ্ধার করে নওগাঁয় র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। 

মোহাম্মদপুর থানায় সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। সুবার প্রেমিক মোমিন হোসেনকে নওগাঁ সদর থানা পুলিশ কর্তৃক আটকপূর্বক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ১৫ মাসের আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১৮ হাজার শিশু রয়েছে। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজা প্রশাসনের তথ্যমতে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত ১৪ হাজারের বেশি মরদেহ, যাদের এখনো উদ্ধার করা যায়নি। ফলে নিখোঁজ ব্যক্তিদের হিসাব হালনাগাদ করে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

টানা ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় আহত হয়েছেন অন্তত এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি। পাশাপাশি, এ ভয়াবহ আগ্রাসনে এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এবং দুই শতাধিক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

গাজায় দীর্ঘদিন ধরে চলমান এ সহিংসতায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য হাসপাতাল, বিদ্যালয় ও আবাসিক ভবন। খাদ্য, ওষুধ ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সংকট আরও তীব্রতর হচ্ছে। তবুও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ ইসরায়েলি হামলা বন্ধ করতে পারেনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম : নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন
জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  
দেশে অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন  
গুমের ঘটনার তদারকিতে শেখ হাসিনা : এইচআরডব্লিউ এর তদন্ত প্রতিবেদন  
সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১০ মৃত বাংলাদেশির পরিচয় মিলেছে  
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি  
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস