পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাদের ভিডিও ফুটেজে পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শনিবার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ নতুন এক বিতর্কে জড়িয়েছেন। কনসার্ট চলাকালীন নারী ভক্তদের গালে ও ঠোঁটে চুম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৭০ বছর বয়সী এই গায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে তার আচরণ দেখে অনেকেই বিস্মিত ও হতাশ। তবে এসব সমালোচনা নিয়ে একেবারেই চিন্তিত নন উদিত। বরং তার দাবি, এটি তার জনপ্রিয়তা বাড়িয়েছে এবং তিনি ভক্তদের খুশি করতেই এমনটা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিতর্কিত এই ঘটনা মাসখানেক আগের হলেও তা সম্প্রতি আলোচনায় আসে। ব্যাপক সমালোচনার মুখে উদিত নারায়ণ ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এটা নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।”
‘প্যাহেলা নেশা’, ‘জাদু তেরে নজর’, ‘তেরে নাম’-এর মতো বহু হিট গানের শিল্পী উদিত নারায়ণ আরও বলেন, “ভক্তরা আমাকে ভালোবাসেন, আমি কেমন মানুষ তা তারা জানেন। বহু মানুষ আমাকে অনুপ্রাণিত করেন, আর তারা ভালোবাসা প্রকাশ করতে চাইলে তা গ্রহণ করাই স্বাভাবিক। প্রচুর ভিড় হয়েছিল, কেউ সেলফি তুলতে চেয়েছেন, কেউ হাত মিলিয়েছেন, আবার কেউ আমার হাতে চুম্বন করেছেন। এতে অযথা বিতর্কের কিছু নেই।”
তিনি আরও বলেন, “আমার পরিবারে কখনো কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখন যেন জোর করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমার ছেলে আদিত্যও এসব থেকে দূরে থাকে। দীর্ঘ ৪৬ বছর বলিউডে কাজ করছি, কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। আমি সবসময় ভক্তদের ভালোবাসা সম্মান করেছি এবং আজও করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ পরিবেশন করছেন। এসময় অনেক নারী ভক্ত মঞ্চের সামনে জড়ো হন। প্রথমে তারা দূর থেকেই সেলফি তোলার চেষ্টা করেন, কিন্তু উদিত নিজেই মাটিতে বসে তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরপর কয়েকজনের গালে চুম্বন করেন।
এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।” আরেকজন লিখেছেন, “বুড়ো বয়সে কি ভিমরতি হলো?” কেউ আবার মজা করে প্রশ্ন তুলেছেন, “এটা কি এআই দিয়ে বানানো?”
তবে উদিত নারায়ণের বক্তব্যই স্পষ্ট করেছে, ভিডিওটি কোনো এআই-সম্পাদিত নয়, বরং তার স্বাভাবিক আচরণ হিসেবেই তিনি এটিকে ব্যাখ্যা করেছেন। যদিও নেটিজেনরা তার এমন কর্মকাণ্ডকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি, বরং তা নিয়ে সমালোচনার ঝড় বইছে অনলাইনে।
টাঙ্গাইলে রডমিস্ত্রি ফুল চাঁন মিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নবাসীর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, এক জন রডমিস্ত্রিকে বিনাদোষে দুস্কৃতকারীরা গলাকেটে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে ফুলচানের খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির করছি। বিক্ষোভ ও মানববন্ধনে দাইন্যা ইউনিয়নের তিন শতাধিক সাধারণ লোকজন অংশ নেয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত রড মিস্ত্রি ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ।
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রি ফুলচান মিয়াকে (২৪) দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।
সৌদি আরবে ওমরাহ পালনের নামে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১০ পাকিস্তানিকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রোববার তাদের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।
জিও নিউজের প্রতিবেদনে এফআইএ’র একজন মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার পর এই ব্যক্তিরা বিভিন্ন স্থানে ভিক্ষা করছিলেন। গ্রেপ্তারকৃতরা পাকিস্তানের রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানা এলাকার বাসিন্দা।
এফআইএ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে, বিদেশে কেউ যেন পর্যটন বা ধর্মীয় ভিসার অপব্যবহার করে ভিক্ষাবৃত্তিতে জড়িত হতে না পারে, সে জন্য পাকিস্তানের সব বিমানবন্দরে আরও কঠোর যাচাই-বাছাই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির মধ্যে এক বৈঠকের পর দেশটির সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) ৪ হাজার ৩০০ জন পেশাদার ভিক্ষুকের নাম অন্তর্ভুক্ত করে।
পাকিস্তানে ভিক্ষাবৃত্তি দমনের লক্ষ্যে সরকারের নেয়া এসব কঠোর পদক্ষেপের পরও অনেকে প্রতারণামূলক উপায়ে ওমরাহসহ বিভিন্ন ভিসায় সৌদি আরব গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।