বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
ছবিঃ ঢাকাপ্রকাশ
দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) রাত আনুঃ ১টার দিকে বিরামপুর - ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।
নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান(৩১) ও হেলপার আরিফ হোসেন। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামে ।
তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।