ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
ছবি: সংগৃহীত
ফরিদপুরে একটি মন্দিরে ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ধাক্কা দিয়ে ভেঙে ফেলায় মো. মিরাজউদ্দীন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর যুবককে আদালতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে, ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরে এই ঘটনা ঘটে। মিরাজউদ্দীন, রাজবাড়ী সদর উপজেলার বাজেদপুর গ্রামের বাসিন্দা, ফরিদপুর শহরে ইজিবাইক চালাতেন। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
মন্দির কমিটির সদস্যদের ভাষ্যমতে, মন্দিরটির বারান্দায় কিছু অংশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই মন্দিরে প্রবেশ করা সম্ভব ছিল। মিরাজউদ্দীন মন্দিরের বারান্দায় ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে প্রতীমাটি ভেঙে যায়। সিসিটিভি ফুটেজে এই ঘটনার প্রমাণ মিলেছে, যেখানে দেখা যায় তাকে প্রতীমা ভাঙতে।
এমতাবস্থায়, আগামী ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে প্রতীমাটি বানানো হয়েছিল। মন্দির কমিটির সদস্য রামচন্দ্র মালো জানান, ওই রাতেই ৬ হাজার টাকায় মৃৎশিল্পী দিয়ে প্রতীমাটি তৈরি করা হয়েছিল। তবে ঘটনার কারণে পূজার প্রস্তুতি ব্যাহত হয়েছে, এবং পূজার আগেই প্রতীমাটি ভেঙে যাওয়ায় সংস্কারের সময়ও নেই।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, "যুবককে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর রাতেই পুলিশ হেফাজতে নেয়া হয়। আজ (শনিবার) মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে মামলা করেছেন।"
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, মামলা হওয়ার পর যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্দির কমিটির সদস্যরা অভিযোগ করেছেন, এ যুবক এর আগে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরের সরস্বতী প্রতিমাও ভেঙেছিল, তবে তখন তাকে "পাগল" বলে ছেড়ে দেয়া হয়েছিল।