বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ছাত্রদল নেতার সমন্বয়ক পরিচয়ে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ

সমন্বয়ক পরিচয়ে প্রকল্প করে সেই অর্থ আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েলের বিরুদ্ধে। ছবি : ঢাকাপ্রকাশ

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতের বরাদ্দের (সরকারি) টাকা সমন্বয়ক পরিচয়ে প্রকল্প করে সেই অর্থ আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে একই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েলের বিরুদ্ধে।

ইউনিয়ন পরিষদ তথ্য সূত্রে জানা গেছে, রাস্তা মেরামত বাবদ ৮টি প্রকল্প ধরে প্রায় ১৩ লাখ ৭১ হাজার টাকা সমন্বয়ক পরিচয়ে বরাদ্দ নেয় ছাত্রদলের ওই নেতা। কিন্তু মঙ্গলবার (২৮ জানুয়ারি) সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের কথা বলে জানা গেছে ওই সব রাস্তায় নামমাত্র কাজ করা হয়েছে। কোনো কোনো রাস্তায় ২-৩ গাড়ি মাটি ফেলা হলেও অনেক রাস্তায় ফেলা হয়নি। অভিযোগ রয়েছে এসব সরকারি টাকা পুরোটাই আত্মসাৎ করেছেন ছাত্রদলের ওই সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় বাসিন্দা কলিম উদ্দিন, কবির হোসেন ও আজিজুল হক বলেন, "এক গাড়ি মাটি এনে যেসব জায়গায় ভাঙা গর্ত সেখানে একটু একটু করে মাটি দিয়ে চলে গেছে। আমরা চলাচল করতে পারি না। রোগী হাসপাতালে নিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। গাড়ি চলে না। বৃষ্টি হলে কাঁদার জন্য হাঁটা যায় না। কয়দিন আগে দুই-তিন গাড়ি মাটি ফেলছে। কিন্তু এটা মাটি ফেলা বলে না।"

 

জুলাই-আগস্টের রাজিবপুর উপজেলার অন্যতম আন্দোলনকারী রঞ্জু চৌধুরী বলেন, "রাজিবপুরে আমরা আন্দোলন করি এবং আমরাই নেতৃত্ব দেই। হুট করে শুনতেছি মোহনগঞ্জে নতুন একজন সমন্বয়ক বের হয়েছে। যে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতের ১৩ লাখ ৭১ হাজার টাকা রাস্তা মেরামতের জন্য বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছে। এটা শুনে আমরা মোহনগঞ্জ গিয়ে ইউপি সদস্য ও স্থানীয়দের সাথে নিয়ে বরাদ্দের টাকা কোথায় কোথায় খরচ করেছে। কোন রাস্তায় কতটুকু মাটি ভরাট করেছে এসব হিসেব জানতে চাই। প্রথম দিন নানা টালবাহানা করে আমাদেরকে হিসেব দিতে অস্বীকৃতি জানায় এবং নাফিউল আজম জুয়েল জানায় পরবর্তীতে তারিখ ঠিক করে সবার সামনে হিসেব দিবে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) আবারও ইউপি সদস্য ও স্থানীয়দের সাথে নিয়ে সবাই বৈঠকে বসে, সেদিন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন। হিসেব চাইলে সব মিলিয়ে ৬ লাখ টাকার হিসেব দেয় জুয়েল। পরে বাকি টাকার হিসেব চাইলে উপস্থিত সকলের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি (জুয়েল)। সেদিন ওই ঘটনায় বৈঠক পণ্ড হয়।"

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান বলেন, "সমন্বয়করা দুই-তিন মাস আগে কাজগুলো করে৷ তো এর আগে একদিন বসা হয়েছিল সেদিন অনেকেই ছিল, আবার অনেকেই ছিল না। পরে আজকে হিসেব দেওয়ার মতো সবাই উপস্থিত ছিল। সবাই বসছিল আমিও ছিলাম৷ তো হিসেবের মাঝখানে বাকবিতণ্ডা হয়। পরে আর আমরা পুরো হিসেবটা পাই নাই।"

পুরো হিসেবটা নিতে পারেন নি নাকি জুয়েল দিতে পারেন নি কোনটা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না মানে হিসেবের মাঝখানে গিয়ে গণ্ডগোলটা লাগে। পরে আর হিসেবটা নেওয়া হয় নাই।"

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই প্রশ্নটা করা লাগছিল ইউএনওকে। কাকে বরাদ্দ দিলো কি দিলো না সেটা তারাই ভালো বলতে পারে। চাপ প্রয়োগ করে নিলে এটা আসলে হয় না। এটা তো চেয়ারম্যান-মেম্বাররা করবে৷ তারা জনপ্রতিনিধি। এটা তো কোনো ব্যক্তি করতে পারে না।"

মোহনগঞ্জ ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি গোলাম হোসেন জানান, "আমাকে একটি প্রকল্পের সভাপতি করা হয়েছিল। আমার প্রকল্পটি ছিল নয়ার চর বাজার থেকে পূর্ব দিকে বাছেদ ডাক্তারের মোড় পাকা রাস্তার সংযোগ পর্যন্ত গর্ত ভরাট। মোট প্রকল্পের বরাদ্দ ছিলো ১৩ লাখ ৭১ হাজার টাকা।"

গোলাম হোসেন আরও বলেন, "আমার প্রকল্পের বাজেট ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৭৪৮ টাকা। তবে এ প্রকল্পের কোনো কাজই করা হয় নাই।" তিনি আরও জানান, "মাস্টার রোল থেকে শুরু করে জুয়েলই সব কিছু করেছে। এবং বিল তুলতে আমাদের যে সাক্ষর লাগে সেটিও আমাদেরকে চাপ প্রয়োগ করে নিয়েছে।"

অন্য আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরিষদে উন্নয়ন খাতের বরাদ্দকৃত অর্থটা ছিল। আমরা এস্টিমেট করে হতদরিদ্র পরিবারের জন্য সেলাই মেশিন, নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করতে চেয়েছিলাম। এর আগে আমরাও ওই খাতের টাকা দিয়ে রাস্তা মেরামত কাজ করতে চেয়েছিলাম কিন্তু ইউএনও বলেছিলো ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতের টাকা দিয়ে রাস্তা মেরামতের কাজ করা যাবে না। পরে ইউএনওকে বলে উন্নয়ন খাতের টাকা তারা রাস্তার কাজ করার জন্য নেয়।"

মোহনগঞ্জ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাসুদ বলেন, "আজকে রাজিবপুরের সমন্বয়করা হিসেব নিতে আসছিল। তাদের কাছে সঠিক হিসেব দিতে পারে নাই। অমুকের কাছে ১০ হাজার, কুড়িগ্রাম গিয়েছি ১৫ হাজার এ-ই সেই আবোলতাবোল করে ৬ লাখ টাকার মতো হিসেব দিতে পারছে।"

ওই ইউপি সদস্য আরও বলেন, "ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতের টাকা আমরা মেম্বাররা ভাগাভাগি করে সেলাই মেশিন, নলকূপ স্থাপন ও স্প্রে মেশিনের প্রকল্প দাখিল করছিলাম। ইউএনও বলল পাকা রাস্তার কাজ ছাড়া কাঁচা রাস্তার কাজ করা যাবে না। পরে তো এটা ছাড়া আর কাজ নাই পরে আমরা সেলাই মেশিন, নলকূপ আর স্প্রে মেশিনের প্রকল্প দাখিল করি। হঠাৎ করে সরকার যখন পতন হলো তখন জুয়েল সমন্বয়ক সেজে এসে আমাদেরকে চাপ প্রয়োগ করলো। আর হুমকি দিলো, সরকার হটাতে লাগছে ১৪ দিন চেয়ারম্যান-মেম্বারদের হটাতে লাগবে না ১৪ সেকেন্ড। জুয়েল পরিষদে এসে এই বক্তব্য দিয়ে চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো।"

মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে আলোচনা করছেন নাফিউল আজম জুয়েল। ছবি : ঢাকাপ্রকাশ

তবে আসাদুজ্জামান মাসুদের দাবি, "নাফিউল আজম জুয়েলকে উন্নয়ন খাতের টাকা দিতে মেম্বারদেরকে চাপ প্রয়োগ করেছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদও।" তিনি বলেন, "আমরা যখন প্রকল্প নিবো রাস্তার কাজই করবো। রাস্তার কাজ করলে একটু লাভ বেশি হয়, এজন্য আমরা রাস্তার করতে চেয়েছিলাম। কিন্তু ইউএনও বলল কাঁচা রাস্তার কাজ করতে পারবেন না, এটা নিয়মে নাই৷ করলে পাকা করতে হবে। পরে আমরা বাধ্য হয়ে সেলাই মেশিন, নলকূপ আর স্প্রে মেশিনের প্রকল্প দাখিল করি।"

এই কাজ ইউএনও সমন্বয়ক পরিচয় দেওয়া জুয়েলকে কিভাবে দেওয়া হলো জানতে চাইলে তিনি (মাসুদ) বলেন, "কি জানি, সেটা তো জানি না। ওই যে চেয়ারম্যান-মেম্বারদের ১৪ সেকেন্ডও লাগবে না সরাতে এসব কথাবার্তা বলে আমাদের থেকে প্রকল্প নিল৷ পরে আমরা বলেছি যে, রাস্তার কাজ করা যাবে না। পাকা কাজ করতে হবে। পরে ওরা ইউএনওর কাছে গিয়েছিল ইউএনও বলছে যে করা যাবে৷ এরপর তো আর ৭ লাখ টাকার কোনো হিসেব নাই।"

প্রকল্প কিভাবে নিলেন? কি পরিচয়ে নিলেন এবং কোন ক্ষমতাবলে নিলেন এমন প্রশ্নের জবাবে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েল বলেন, "এখানে ক্ষমতার কিছু নাই। আমি ইউনিয়নের বাসিন্দা, আমি ছাত্র, আমি জুলাই আন্দোলনের একমাত্র নেতৃত্বদানকারী ব্যক্তি। ছাত্র আন্দোলন করার পর যখন দেখলাম আমার ইউনিয়নের অবস্থা এই রকম। তখন বন্যা পরবর্তী সময়ে রাস্তা ঘাটে চলার অবস্থা থাকে না। প্রতিদিন ভ্যান গাড়ি উল্টে যায়। পরে ইউএনওর কাছে যাই যাওয়ার পরে বলি যে কোনো প্রকল্প বা কোনো ভাবে যদি মাটি ফেলানো যায়। তো তখন ইউএনও বলে যে এরকম তো প্রকল্প নাই। একটা বরাদ্দ আছে যেটা আমি দিতে পারি। এই বিষয়ে পরে ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে কথা হয়। কথা হওয়ার পরে আর কি এটা হয় আর কি। এর পর ইউএনও দিয়ে দিল। মেম্বাররাও বলল হ্যাঁ এটা করা যেতে পারে। এখানে ক্ষমতার কিছু নেই। আমি একজন ছাত্র, আমি একজন জনতা।"

অভিযোগ রয়েছে আপনি ইউপি সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে বরাদ্দ নিয়েছেন এবং বরাদ্দ না দিলে ইউপি সদস্যদের অপসারণের কথা বলেছেন এ বিষয়ে আপনার মতামত কি? অভিযোগটা আসলে কতটুকু সত্য? এমন প্রশ্নের জবাবে জুয়েল জানান, "আমি অপসারণ করতে চাইলে কি আর চাইলে কি অপসারণ হবে নাকি! আমি কে? এখানে চাপের কি আছে। এখানে ইউএনও নিজে সরাসরি হ্যান্ডেল করছে। কিছু একটা করা দরকার। তিনি (ইউএনও) নিজে এসে সরেজমিন পরিদর্শন করে গেছে।"

সরেজমিন ঘুরে দেখা গেছে তেমন একটা কাজ করেন নাই এ বিষয়ে আপনার মন্তব্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "এখানে কিছু বিষয় আছে, ইন্টারনাল কিছু বিষয় আছে আরকি। কাজটা হয়েছে তিনভাগে। প্রথম মেম্বাররা করে গেছে এর পরে আমি ১ লাখ ৯৪ হাজার টাকার কাজ আমি করছি। বাদবাকি কাজ করছে আরেকজন। ওই পাশে চর নেওয়াজী রোডটা ওইটা কন্ট্রাক্টে দেওয়া ছিল। যে ৩ লাখ ৮০ হাজার টাকা বাজেট ওইটা তোমরা করে নিও। ওইখানে যাওয়া হয় নাই আমাদের। তো কিছু ১ লাখ ২৬ হাজার টাকার মতো আমার কাছে আছে।"

এই কাজগুলো করার জন্য জনপ্রতিনিধিরা, সে কাজগুলো করার জন্য আপনাদের কেন দায়িত্ব নিতে হলো? প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারা ১৪ বছরে কি করছে! ১৪ বছরে তারা একটা মাটিও ফেলায় নাই। কাবিখার নামে ২ ইয়া মাটি ফেলে কাজ শেষ এগুলো খাওয়ার ধান্দা ছাড়া কিছুই না। আমরা শুধু একটা ফেয়ার একটা কাজ চাচ্ছিলাম। এর মধ্যে আমাকে রাজনৈতিক ভাবে হেনস্থা করার চেষ্টা। এটা একটা প্রোপাগান্ডা।"

এসব বিষয়ে মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, "ইউএনও জুয়েলকে বরাদ্দ দিতে বলে৷ আমরা দরিদ্র মানুষের জন্য সেলাই মেশিন, নলকূপ ও স্প্রে মেশিনের প্রকল্প দাখিল করছিলাম। ইউএনও সমন্বয়কদের বরাদ্দ দিতে বলায় সেগুলো বাতিল করে তাকে (জুয়েল) দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বরাদ্দ দিতে প্রথমে রাজি ছিলাম না পরে ইউএনও বলার পর তাদেরকে বরাদ্দটা দিয়ে দিয়েছি।"

চেয়ারম্যান-মেম্বারদের চাপ প্রয়োগ করে নাফিউল আজম জুয়েলকে বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, "আমি চাপ প্রয়োগ করবো কেন? এটা বললে তো হবে না। আমি তাদের বলতে যাবো কেন? এটা তো তাদের বিষয়। এরকম অভিযোগ করলে তো সমস্যা। আন্দাজে বললে তো হবে না। ওদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলেন কোথায় সমস্যা। এরকম যদি অভিযোগ আসে আমরা ব্যবস্থা নিবো। সমন্বয়কদের কিভাবে দেওয়া হবে এটা তো ইউনিয়ন পরিষদের কাজ। এসব উল্টাপাল্টা অভিযোগ করলে তো সমস্যা। এমন করলে তো তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো৷ রেকর্ড দিন এসব উল্টাপাল্টা বললে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। সে (জুয়েল) উল্টাপাল্টা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এখানে ইউএনওকে জড়ানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই৷ আইন আইনের মতো করে চলবে। একজন বলল আর তাই হয়ে গেলো নাকি!"

এর আগে সরকার পতনের পর ১০, ১১ ও ১২ আগস্ট নাফিউল আজম জুয়েল মোহনগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে সমন্বয়ক পরিচয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন। এবং এর পরেই বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সরকারি নানা দপ্তর থেকে বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন তিনি। যা নিশ্চিত করেছেন সেই সময় তার সঙ্গে থাকা একাধিক শিক্ষার্থী।

 

রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন নাফিউল আজম জুয়েল সহ অন্যান্যরা। ছবি : ঢাকাপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক ও রাজিবপুর উপজেলা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম রবিন বলেন, "নাফিউল আজম জুয়েল নামের আমাদের কোনো সমন্বয়ক নেই। যিনি সমন্বয়ক পরিচয়ে প্রকল্প নিয়ে তার সাথে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো প্রকার সম্পর্ক নেই।"

মোহনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নাফিউল আজম জুয়েল সহ অন্যান্যরা। ছবি : ঢাকাপ্রকাশ

এ ঘটনায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বীর সাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, "নাফিউল আজম জুয়েল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ নন। তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কমিটির বাইরে কেউ যদি সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও কোনো অপরাধ করলে তার দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বহন করবে না।" সরকারি অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

নাফিউল আজম জুয়েল ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যানারে নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দাবি করেন।

 

নাফিউল আজম জুয়েল ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যানারে নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দাবি করেছেন। ছবি: ঢাকাপ্রকাশ

এরই পরিপ্রেক্ষিতে ঢাকাপ্রকাশ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী ছাত্র ও সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করে। বিশ্ববিদ্যালয়টির জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দুই শিক্ষার্থী, সাকেব হাসান ও তালহা রায়েন জানান, "নাফিউল আজম জুয়েল নামে আমরা কাউকে চিনি না। আমাদের আন্দোলনে এ নামে কোনো সমন্বয়কও ছিলেন না।"

তারা আরও জানান, "ওয়াসিফ তাজওয়ার ও ফয়সাল আশিক-ই জুলাই ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব দিয়েছেন।"

বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সমন্বয়ক ওয়াসিফ তাজওয়ার ও ফয়সাল আশিকের সঙ্গে যোগাযোগ করা হলে ফয়সাল আশিক ঢাকাপ্রকাশকে বলেন, "নাফিউল আজম জুয়েল নামে কাউকে আমরা চিনি না। আমাদের আন্দোলনে এ নামে কোনো সমন্বয়কও ছিলেন না।"

ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যানারে নাম কেন? এছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে নাফিউল আজম জুয়েল বলেন, "ভাই পাশেই মাহফিল। ভাইব্রাদার দিয়েছে। আমার বাড়ির পাশেই মাহফিল। এখানে নাম দিতে পারে না? ওটা যে নাম দিছে আমি জানি-ই না। আন্দোলন তো আমরা ভার্সিটি কেন্দ্রিক-ই করছি। তো ওখানে লিখছে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সমন্বয়ক)। ভার্সিটির ট্যাগ লাগাইছে ওইটা।"

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের এক সদস্য জানান, "জুয়েলকে খুব কাছ থেকেই আমি দেখেছি। হঠাৎ তার আর্থিক ও সামাজিক পরিবর্তনে হতবাক হয়েছি। কয়েকজন নেতা-কর্মীকে বিভিন্ন সময় উপহার ও অর্থ দিয়ে সাহায্য করার কথাও শুনেছি।"

রাজনীতির সাথে কত বছর ধরে জড়িত আছেন? এবং জানতে পেরেছি বিভিন্ন সময় আপনি দলীয় নেতাদেরকে উপহার দেন এই বিষয়ে আপনার মতামত কি? জবাবে জুয়েল জানান, "আমার ব্যবসা ছিল ফোনের। আমার বিজনেস ফোনের। উপহার দেই বলতে যে রেটে কিনি সেই রেটেই দেই।"

তিনি (জুয়েল) প্রায় ১০ বছর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বেই অবগত করেছিলেন।

নাফিউল আজম জুয়েল-এর সম্পর্কিত মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটির তথ্য। ছবি : ঢাকাপ্রকাশ

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর এলাকায় আপনি ত্রাসের রাজত্ব কায়েম করছেন এ বিষয়ে আপনার বক্তব্য কি? জবাবে তিনি (জুয়েল) বলেন, "আমি নিজেও এগুলোর পক্ষপাতী না। স্বৈরাচারীকে পতন করে যদি আমি নিজেই স্বৈরাচারের মতো আচরণ করি। বিষয়টা কেমন না। আমি অত্যন্ত মানবিক নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। আর নাম প্রকাশে অনিচ্ছুক যারা তাদের নাম প্রকাশ করা প্রয়োজন। আর কারা নাম প্রকাশে অনিচ্ছুক সেটা আমি জানি।"

সবশেষ জানতে চাই, দলীয় এবং সমন্বয়ক এক সাথে দুইটা পরিচয় বহন করা যায় কিনা? জবাবে তিনি (জুয়েল) আরও বলেন, "শোনেন আপনাদের না ডিপ নলেজটা অনেকটা কম। রাজিবপুরে যারা সমন্বয়ক পরিচয় দেয় তাদের ভূমিকা আর আমার ভূমিকার মধ্যে পার্থক্য কি? বলতে পারবেন? তারা যা করছে আমিও করছি। তারাও ছাত্র আমিও ছাত্র। তাদেরও কমিটি নাই আমারও কমিটি নাই। সবাই কি সমন্বয়ক? আমি সমন্বয়ক পদধারী কেউ না৷ কোথাও আপনি যদি দেখেন লাস্ট ইউনিয়নে একটা কমিটি হয়েছে। সেদিন আমাকে সরিয়ে দেওয়ার পর কোথাও আমি বলি নাই আমি সমন্বয়ক। আমি রাজনীতি করি ক্লাস ৯ম ১০ম শ্রেণী থেকে। ২০১৪ সালে মামলায় ১৪ বার হাজিরা দিছি। ফ্যাসিস্ট হাসিনার সময়ে। আমি কোনো সমন্বয়ক না আমি একজন ছাত্র। আর আমার পদ হচ্ছে আমি জাতীয়তাবাদের সৈনিক। আমি মোহনগঞ্জের মানুষের কাছে হিসেব দিতে রাজি আছি। এখানে অনেক পরিশ্রম করছি। নিজের পকেটের টাকাও তো খরচ হয়েছে।"

ছাত্রদল নেতা নাফিউল আজম জুয়েলের বিষয়ে রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল মাহমুদ এর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তবে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েল-এর নাম কমিটিতে বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেন রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান।

Header Ad
Header Ad

একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে: আযম খান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। ছবিঃ ঢাকাপ্রকাশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে। যেখানে আওয়ামী ফ্যাসিবাদ এবং তার দোসদেরকে আপনারা-আমরা সারা বাংলাদেশ প্রত্যাখ্যান করছি। সেখানে দেখলাম একটি রাজনৈতিক দল তারা সকালে বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার পরের দিন সকালে বলে গণহত্যাকারীদের বিচার করব।

তিনি বলেন- আরেক দিন বলে ভারতের সাথে সুসম্পর্ক চাই। একেক দিন ওই রাজনৈতিক দলের নেতারা একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্তি করছে। আর সেদিন দেখলাম ফ্যাসিবাদের দোসর যে ফ্যাসিবাদের সাথে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে ছিল, তাকে নিয়ে তারা ইফতার মাহফিলে শরিক হয়েছে। ওই ধরণের দলকে আপনারা চিহৃিত করে আগামী ভোটে প্রত্যাখ্যান করবেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন- ফ্যাসিবাদ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। ব্যাংকিং ব্যবস্থা ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সংবিধানিং প্রতিষ্ঠান ও আদালত ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংস স্তূপ থেকে বাংলাদেশকে গড়ে তুলার জন্য বিএনপিসহ সকল গণতান্তিক দলগুলো মিলে আমরা ড. ইউনুসকে ক্ষমতায় বসিয়েছি।আমরা স্পষ্ট বলেছি গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনি নির্বাচন দিন। ভোটের অধিকার ফিরিয়ে দিন।

এ সময় কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

Header Ad
Header Ad

গুম, খুন, আয়নাঘরের বৈধতা দিয়েছিল শাহবাগ : হাসনাত আব্দুল্লাহ  

ছবিঃ সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শাহবাগ একদিনে গড়ে ওঠেনি। এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও।’

জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন, ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার। কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ।’

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল, তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরে সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই।’

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আমরা আশা রাখি, সকলের প্রচেষ্টায় তা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

Header Ad
Header Ad

ফিতরা হিসাব করবেন কিভাবে?    

ছবিঃ সংগৃহীত

রমজান শেষে ঈদুল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ‘ফিতরা’ প্রদান, যা দরিদ্রদের সহায়তার জন্য নির্ধারিত একটি বাধ্যতামূলক দান। এটি রোজার সম্ভাব্য ত্রুটি পূরণ এবং সমাজের সকলকে ঈদের আনন্দে শামিল করার উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে।

ফিতরা যেভাবে পরিমাপ করা হয়:
ফিতরা নির্ধারণের ক্ষেত্রে যে-পাঁচটি খাদ্য-পণ্য বিবেচনায় নেওয়া হয়, তা হলো, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির। এসব পণ্যের যে-কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। ফিতরার পরিমাপ হলো, গম ও চালের ক্ষেত্রে ‘অর্ধ সা’ এবং বাকি চারটি পণ্যের ক্ষেত্রে ‘এক সা’ নির্ধারণ করা হয়েছে। ‘সা’ হলো প্রাচীন আরব পরিমাপের একক। কেজি ও গ্রাম হিসেবে ‘এক সা’ সমপরিমাণ ৩ কেজি ৩শ’ গ্রাম এবং ‘অর্ধ সা’ সমপরিমাণ ১ কেজি ৬শ ৫০ গ্রাম।

ফিতরা কার জন্য বাধ্যতামূলক:
প্রতিটি সচ্ছল মুসলিম ব্যক্তি, যার ওপর জাকাত ওয়াজিব, ফিতরা তার ওপর ওয়াজিব বা বাধ্যতামূলক। তবে এটি নিজের জন্য দেওয়ার পাশাপাশি তার ওপর কেউ যদি নির্ভরশীল থাকে তাদের জন্যও দিতে হবে। যেমন, মা, বাবা, স্ত্রী, সন্তান। এমনকি তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের জন্যও ফিতরা দেবেন।

ফিতরা কখন দিতে হবে:
ফিতরা প্রদান করতে হয় ঈদুল ফিতর নামাজের আগে। পরে দিলেও তা ‘সদকা’ হিসেবে আদায় হয়ে যাবে। সে ক্ষেত্রে সওয়াব তুলনামূলক কম বলা হয়।

জাকাত ও ফিতরার পার্থক্য:
জাকাত ও ফিতরার মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। জাকাতের বিধানের সঙ্গে রমজান বা ঈদের বিশেষ কোনো সম্পর্ক নেই। কিন্তু ফিতরার সঙ্গে রমজান ও ঈদের বিশেষ সম্পর্ক আছে। সম্পদের পরিমাণ যত বেশি থাকে জাকাতের পরিমাণও তত বেশি হয়। কিন্তু ফিতরার ক্ষেত্রে বিষয়টি সে রকম নয়। ফিতরা নির্ধারিত একটি অঙ্ক, সম্পদের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সঙ্গে ফিতরার পরিমাণ ওঠা-নামা করে না।

ফিতরা কারা পাবে:
ইসলামের দৃষ্টিতে যিনি জাকাত পাওয়ার উপযুক্ত তিনি ফিতরা পাওয়ার ক্ষেত্রেও উপযুক্ত হবেন।

বাংলাদেশে চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

ফিতরা শুধু দানের একটি মাধ্যম নয়, এটি রোজার পরিশুদ্ধি ও সামাজিক সমতার প্রতীক। এর মাধ্যমে রোজাদারের অনিচ্ছাকৃত ত্রুটিগুলো লাঘব হয় এবং দরিদ্ররা ঈদের আনন্দে শামিল হতে পারে। তাই সামর্থ্যবান প্রত্যেকের উচিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজে সৌহার্দ্য বজায় রাখা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে: আযম খান
গুম, খুন, আয়নাঘরের বৈধতা দিয়েছিল শাহবাগ : হাসনাত আব্দুল্লাহ  
ফিতরা হিসাব করবেন কিভাবে?    
স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ১০ উপায়  
জেমস লাইভ ইন ডালাস; যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস  
এসিস্টের পর ইফতার, এসেই গোল, রোজা রেখে দুর্দান্ত লামিন ইয়ামাল  
পাকিস্তানে ট্রেনে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার, ১৬ জঙ্গি নিহত  
গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা  
শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান