খুলনা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার (২৬)। ছবিঃ সংগৃহীত
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন তেতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
অর্ণব মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছামাত্রই ৪/৫টি মোটরসাইকেলযোগে অস্ত্রধারীরা এসে তার মোটরসাইকেলটি ঠেকিয়ে মাথায় গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অর্ণব কুমার সরকার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আবু আহম্মেদ রোডস্থ নিতিশ চন্দ্র সরকারের ছেলে।
খুবি’র ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তথ্য মতে অর্ণব খানজাহান আলী হলের ছাত্র এবং তার রোল নম্বর-২৩০৩১৭। খুবি’র ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খানও এটি নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার প্রতিনিধি মো. মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, এ ধরনের হত্যা অবশ্যই নিন্দনীয়। তিনি পুলিশকে আরো তৎপর হয়ে প্রতিনিয়ত খুন-রাহাজানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, যারা শহরকে উত্তপ্ত করার পাঁয়তারা করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে অর্ণব হত্যার মূল রহস্য উদঘাটন জরুরি বলেও তিনি মনে করেন।
নিহত খুবি শিক্ষার্থী অর্ণব কুমার সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে সম্পদ বলেন, আন্দোলনে ছিলেন কি না সেটি তার জানা নেই। তবে সামনের কাতারে তাকে কখনো দেখা যায়নি। অবশ্য ছাত্র আন্দোলনের সঙ্গে থাকুক বা না থাকুক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এভাবে হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।