শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"

Header Ad
Header Ad

ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই: জামাতের নায়েবে আমির  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই। আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি, ইসলামে বেঁচে আছি, ইসলাম নিয়েই মরব। ইসলাম ছাড়া আমাদের কোনো কাজ নাই।’

শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতি গঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য।

চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় প্রগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

Header Ad
Header Ad

আগামীকাল শতাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  

ছবিঃ সংগৃহীত

সিলেট মহানগরের শতাধিক এলাকায় শনিবার (২৫ জানুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সিলেটের কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা, আবার আরও কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যতরপুর, মৌবন আ/এ, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, এমসি কলেজ, মৌচাক, পুষ্পায়ন আ/এ, ভাটাটিকর, সোবহানীঘাট বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, বন্দর বাজার রোড, বঙ্গবীর, জেলরোড, আমজাদ আলী রোড, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, কালিঘাট, পাইলট স্কুল, মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, ডুবড়ী হাওর, ফুলতলী মাদ্রাসা, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই দিন সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘাসিটুলা, জল্লারপাড়, লালাদিঘীর পাড়, কলাপাড়া, কীন ব্রিজ, সার্কিট হাউজ এক্সপ্রেস, নবাব রোড, পুলিশ লাইন্স ও ভাতালিয়া ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, সার্কিট হাউজ, কোর্ট পয়েন্ট, কাজির বাজার, জিতু মিয়ার পয়েন্ট, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদবাজার ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টুকেরবাজার, পীরপুর, তেমুখি, বলাউড়া, আউসা, শাহপুর, নোয়াপাড়া, টুকেরগাঁও, গৌরীপুর, গোপাল, বলাউড়া,ক্ষিত্তারগাঁও,ফতেহপুর, মোল্লারগাঁও, লামাকাজী, মাহতাবপুর, কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আ/এ, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি, কুমারগাঁও, বাসস্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, চাতল, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস্, পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, যদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদপ্তর, আলী বাহার চা বাগান, জাহাঙ্গীর নগর, পোড়াবাড়ী, ইসলামপুর, লাখাউরা, উত্তর বালুচর, বিজিবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Header Ad
Header Ad

দিনাজপুরে হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতি ও  আওয়ামীলীগ কর্মী গ্রেফতার

ছবিঃ ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুরে একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী হিসাবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। ঢাকায়া একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে জানায় বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৩২) ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী বাদশাকে চৌধুরী (৫৯) কে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার এজাহার ভুক্ত ৯৩নং আসামী হিসাবে আব্দুর রাজ্জাক ও ১৯নং আসামী হিসাবে বাদশাকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এই দু’জন সহ এই মামলায় এ পর্যন্ত ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই: জামাতের নায়েবে আমির  
আগামীকাল শতাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  
দিনাজপুরে হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতি ও  আওয়ামীলীগ কর্মী গ্রেফতার
আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি প্রমাণিত, সর্বোচ্চ দায় স্বীকার নিতে প্রস্তুত: হাসনাত  
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদরাসা শিক্ষকদের পদযাত্রা  
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল  
কবে হবে নির্বাচন? যা জানালেন প্রধান উপদেষ্টা  
বাংলাদেশে সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করলো ভারত, মহড়া চালাচ্ছে বিএসএফ  
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি দুই আহত  
২০ টাকায় মিলছে মেয়েদের মন ও ৫০ টাকায় বউ পিঠা  
গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  
বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক
হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত