এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ের হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ স্লোগানটি প্রদর্শিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টা নাগাদ এই স্লোগানটি স্ক্রল করে ক্লিনিকের ডিজিটাল স্ক্রীনে দেখানো হতে থাকে। ক্লিনিকের মূল ফটকে থাকা ডিজিটাল ব্যানারে লেখা ছিল, ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
এই ঘটনার পর স্থানীয় জামায়াতে ইসলামি ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতি এমন সমর্থন জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।