মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ
মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মিঠাপুকুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে শহীদুল ইসলাম সাধন ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলনুর হোসেন পেয়েছেন ৫০২ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুর রহমান ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন ৪১৯ ভোট।
এছাড়া, সিনিয়র সহসভাপতি (মহিলা) পদে মো. মোনছেফা আক্তার বানু ৬৯৯ ভোট, নির্বাহী সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্ডল মুক্তার ৮০৫ ভোট, এবং পরিকল্পনা সম্পাদক পদে আবু সুফিয়ান ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
ভোট কেন্দ্রের উপস্থিত ভোটাররা জানান, এই নির্বাচন ২০০৭ সালের জুলাই বিপ্লবের পর প্রাথমিক শিক্ষক সমিতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা করেছে, যা আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্যও একটি মাইলফলক হয়ে থাকবে।
মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ বলেন, "মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়া একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"