নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ছবি : ঢাকাপ্রকাশ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন,‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি, কোন বিল ঝিল খাল নদী নালায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।’
রবিবার(১৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। এখানে যারা শিক্ষক হবে, মেধাবীরা হবে, তার রং সাদা না কালো সেটি বিচার করা হবে না, তবে কোন স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেনা। তার নিশ্চিয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।’
নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এস.এম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম টুটুল, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী শামিমা পারভীন পলি,নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।