রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আজহারীর মাহফিলে ২২ নারীসহ আটক ২৩  

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বর্ণের অলঙ্কার চুরির ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জন আটক হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী।

তিনি বলেন, ‘বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে।’

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানায়, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন।

এর আগে, এদিন দুপুরে লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে জোহরের নামাজের পর এক ঘণ্টা বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। এ সময় লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

Header Ad
Header Ad

সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার । ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তার রাজধানীর ধানমন্ডির বাসায় দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এস কে সুরের বাসায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাচ্ছে। এ সংক্রান্ত তথ্য পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে তাকে। সম্পদের বিবরণীয় দাখিল না করার অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির কা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে।

প্রসঙ্গত, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো শুরু করে দুদক। একই বছরের মার্চে দুদকে তলব করা হয় তাকে। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এস কে সুর চৌধুরী।

Header Ad
Header Ad

ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

ইউটিউব, বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মজার এবং কার্যকর করতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফিচারটি হলো ‘প্লে সামথিং’ বাটন।

এটি একটি মোবাইল-ফোকাসড ফিচার যা ব্যবহারকারীদের শর্টস প্লেয়ারে যেকোনো ভিডিও চালাতে সাহায্য করবে। বাটনটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সটে দৃশ্যমান হবে এবং বটন বারের ঠিক উপরে স্থাপিত থাকবে।

‘প্লে সামথিং’ বাটনটি শুধু শর্টসই নয়, নিয়মিত কনটেন্টও চালাতে সক্ষম। ভিডিওর সাথে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার করার সুযোগ থাকবে। এটি মোবাইল অ্যাপে ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছে।

এর পাশাপাশি ইউটিউব আরও কিছু নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে প্লে লিস্টের থাম্বনেলের উন্নতি, স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ারের নতুন ডিজাইন।

বর্তমানে এই ফিচারগুলো পরীক্ষার পর্যায়ে রয়েছে। গুগল শেষ মুহূর্তের পর্যালোচনা করে এগুলো বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ব্যবহারকারীরা ‘প্লে সামথিং’ বাটনসহ অন্যান্য নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন এই ফিচারগুলো ইউটিউবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন

দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন। ছবি: সংগৃহীত

দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা। এই চার প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কী কী হবে, সেই ভাবনা এখনো জানা যায়নি।

কমিশনের একটি সূত্র বলেছে, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধানসংক্রান্ত বিষয়। তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়।

তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসনবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। এম সাখাওয়াত হোসেনের লেখার প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যম প্রথম আলোতে তিনিও একটি কলাম লিখেছিলেন।

এ বিষয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন, ‌‘আমি সাধারণভাবে আমার লেখায় যেটা বলার চেষ্টা করেছি এবং এখনও মনে করি, সেটা হচ্ছে ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ। মানুষ হয়তো বেশি। তবে ভাষাগত, ভৌগোলিক অবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই। আমি মনে করি, বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলে। প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে।’

বর্তমানে সারা দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা আছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে।

১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে, তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর  
একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিলের প্রস্তাব  
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা  
আজহারীর মাহফিলে ২২ নারীসহ আটক ২৩  
১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান
চা খেতে ৩শ টাকা নিয়ে এসআই ক্লোজড  
মধ্যরাতে জাবির নারী হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবক আটক  
জিয়াউর রহমানের জন্মদিন আজ