প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ হারালেন প্রেমিকা
প্রতীকী ছবি
যশোরের মণিরামপুরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনিমা দাস (১৭) নামে এক তরুণী। মোটরসাইকেলের সঙ্গে মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক প্রেমিক বাঁধন দাস (১৯) এবং তার এক বন্ধু উদয় দাস (১৯) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে।
পুলিশ জানায়, ওই সময় প্রেমিক বাঁধন ও উদয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। তারা যখন রাজবাড়িয়া গ্রামে পৌঁছান, তখন মাটিবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিমা নিহত হন। আহত অবস্থায় বাঁধন ও উদয়কে পুলিশ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অনিমা দাসের বাড়ি এড়েন্দা গ্রামে, এবং তিনি বিন্দু দাসের মেয়ে। প্রেমিক বাঁধন ও তার বন্ধু উদয়ের সঙ্গে সম্পর্কের কারণে তাদের পরিবারে বিবাহের পরিকল্পনা ছিল, তবে ওই তরুণ-তরুণী তা মেনে নেননি।
পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।