নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ফাইল ছবি
নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এক যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের বিএসএফ ১২৩ ব্যাটালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডার এবং বাংলাদেশের বিজিবি বস্তাবর কোম্পানির কমান্ডার অংশ নেন। বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। ভবিষ্যতে সীমান্তে কাঁটাতারের বেড়া কিংবা রাস্তা নির্মাণ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্নেল ইকবাল হোসেন আরো জানান, বিএসএফ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো বেড়া বা স্থাপনা নির্মাণ করবে না। যদি কোনো স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়, তবে বিজিবি তা প্রতিহত করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে কোন ধরনের বেড়া নেই। বুধবার (৮ জানুয়ারি) সকালে, বিএসএফের সদস্য এবং নির্মাণশ্রমিকরা সীমান্তের শূন্য রেখা থেকে মাটি কাটার কাজ শুরু করে এবং গাছপালা কেটে ফেলে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশ সীমান্তবর্তী স্থানে বেড়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না। বিজিবি সদস্যরা তাদের কার্যক্রমে বাধা দিলে বিএসএফের সদস্যরা ফিরে যান।