শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
আগুন জ্বালিয়ে শীত থেকে স্বস্তি নেওয়ার চেষ্টা। ছবি: ঢাকাপ্রকাশ
মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীতে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীত ও শৈত্য প্রবাহের প্রভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০%। এর আগে, আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রী সেলসিয়াস।
গতকাল (৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস, আর সকাল ৬টায় এটি ১০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছিল। এই ধারায় তাপমাত্রা কমতেই থাকবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তীব্র শীত ও ঠান্ডা বাতাসে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছে। তবে সকালে সূর্যের আলো কিছুটা উষ্ণতা ছড়ালেও, উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। বহু মানুষ খড়কুটার আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
খেটে খাওয়া মানুষরা গায়ে গরম কাপড় জড়িয়ে, কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন। এদিকে, জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা শীতবস্ত্র বিতরণ করছে, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা একই রকম থাকতে পারে। উত্তরের হিমালয় থেকে আসা হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।