গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়। ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলা বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুলনব্বী টুটুলের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাইবান্ধা জেলা বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এরই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জড়িয়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি হতে একের পর এক গুজব ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা বিএনপির সাংগঠনিক সম্মানহানি ও ব্যাপকভাবে জনমনে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারী চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানানো হইলো।
এমতাবস্থায়, জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় এই নির্দেশনা অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হলে সংগঠন পরিপন্থি ও দলীয় নির্দেশনা অমান্যের দায়ে তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।