বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত শিল্পপতি সাইফুল ইসলাম সুমন বিদেশে পালানোর চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১,৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।
সাইফুল ইসলাম সুমন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক অংশীদার। অভিযোগ রয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগসাজশে তিনি ইউসিবিএলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
এছাড়া, সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার জানান, “সাইফুল ইসলাম সুমন একাধিক মামলার আসামি। তাকে রবিবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।”
অভিযোগের বিবরণ
ব্যাংক লুটপাট: সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউসিবিএলের ১,৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে।
ছাত্র আন্দোলনে ভূমিকা: ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়ার জন্য অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশের ওপর হামলা: তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী, আনোয়ারাসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
দুদক ইতোমধ্যেই ব্যাংক লুটপাটের মামলার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, পুলিশ সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সাইফুল ইসলাম সুমনের গ্রেপ্তার চট্টগ্রামের ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটি দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে নতুন মাত্রা যোগ করেছে।