প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়
ছবি: সংগৃহীত
দুই বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ছয় হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা এই প্রেম শেষে বিয়েতে গড়িয়েছে। ধর্মের বাধাও তাদের থামাতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় অ্যান্দ্রো প্রকিপের। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে মুসলিম ধর্ম গ্রহণ করে বৃষ্টিকে বিয়ে করেন তিনি। ইসলাম গ্রহণের পর অ্যান্দ্রো নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ। বিয়ের পর বৃষ্টির নামও হয় বৃষ্টি প্রকিপ।
সোমবার (৩০ ডিসেম্বর) কালাছড়া গ্রামে তাদের দেখা মেলে। নতুন জীবন নিয়ে তারা বেশ খুশি। বৃষ্টি জানান, প্রকিপ শুরু থেকেই তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা তিনি পূরণ করেছেন। বৃষ্টি নিজেও তার সঙ্গে বিদেশে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
অন্যদিকে, প্রকিপ বলেন, “আমি মুসলিম হব এবং বৃষ্টি আক্তারকে বিয়ে করব-এই দুটি বিষয় আমাকে আকৃষ্ট করেছে। আমি বৃষ্টিকে বিয়ে করতে পেরে খুবই খুশি এবং বাংলাদেশ আমার ভালো লাগছে।”
কালাছড়া গ্রামে এমন ভালোবাসার গল্প দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী জানান, “প্রেমের এমন ঘটনা সবাইকে আনন্দিত করেছে। এ দম্পতিকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে।”