বিরামপুরে নূরানী কোরআন একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে নূরানী কোরআন একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর নুরানী কোরআন একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের ডাকবাংলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিরামপুর সরকারি কলেজের অধ্যাপক (অব.) জিয়ার উদ্দিন মন্ডল। এসময় অত্র মাদ্রাসার শিক্ষক মমিনুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডক্টর নুরুল ইসলাম প্রিন্সিপাল বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা, অধ্যক্ষ মেজবাউল ইসলাম বিরামপুর মহিলা কলেজ, মুশফিকুর রহমান অধ্যাপক বিরামপুর মহিলা কলেজ, মুফতি আসাদুজ্জামান, আবু সুফিয়ান (ইমাম বিরামপুর থানা মসজিদ), খাইরুল আলম অধ্যক্ষ বিরামপুর নূরানী একাডেমি মাদ্রাসা, রাজিব হোসেন, মেরুনা খানম, মামুন হোসেন, জান্নাতুল ফেরদৌস রুহি ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী প্রমুখ।
এসময় বিরামপুর নূরানী কোরআন একাডেমীর পরিচালক,শিক্ষক,অভিভাবকগণ, ছাত্র-ছাত্রী, রাজনীতি ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও সুধী মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীদের কুরআনুল কারীম হাতে তুলে দেওয়া এবং এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।