রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সঙ্কট, ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জলাতঙ্ক রোগের বিনামূল্যের র‍্যাবিস ভ্যাকসিন (Rabies vaccine) সঙ্কট দেখা দিয়েছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ এক বা ২টি বিনামূল্যের ভ্যাকসিনের ডোজ হাসপাতাল থেকে পেলেও গত ৪ দিন ধরে সরবরাহ বন্ধ রয়েছে।

এতে করে বাধ্য হয়ে রোগীর স্বজনরা অধিকমূল্যে ওষুধ বিক্রেতাদের কাছ থেকে ওই ভ্যাকসিন কিনছেন। হাসপাতালে র‍্যাবিস ভ্যাকসিনের সরবরাহ না থাকায় জলাতঙ্ক রোগীর চাপ বাড়ায় দায়িত্বরতরা ওষুধ বিক্রেতাদের কাছ থেকে কমিশন বাণিজ্যে লিপ্ত হয়েছেন বলে রোগীর স্বজনরা অভিযোগ করছেন।

হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিক ভবনে স্থাপনকৃত জলাতঙ্ক রোগীদের মাঝে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ কক্ষে গিয়ে দেখা যায়- ভবন চত্বরে ২ শতাধিক বিভিন্ন বয়সী রোগী ও স্বজনদের ভীড়। বিনামূল্যের ভ্যাকসিন না পেয়ে হতাশ আগত রোগী ও স্বজনরা।
রোগীদের মধ্যে কেউ কুকুর বা বিড়ালের কামড় বা আঁচরের শিকার। বিনামূল্যের সরকারি ভ্যাকসিন না থাকার সুযোগে কয়েকটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি ওই ভবন চত্বরেই র‍্যাবিস ভ্যাকসিন (Rabies vaccine) বিক্রি করছেন।

এছাড়াও হাসপাতালে প্রাঙ্গণে তারা চারজনের এক একটি গ্রুপ করে একটি র‍্যাবিস ভ্যাকসিন ও চারটি সিরিঞ্জ প্রকাশ্যে সাড়ে ৫’শ টাকায় বিক্রি করছেন। যদিও ওইসব র‍্যাবিস ভ্যাকসিনের গায়ে সর্বোচ্চ ৫’শ টাকা মূল্য লেখা রয়েছে। প্রতিটা পাঁচ টাকা মূল্যের ১টি সিরিঞ্জের দাম নেওয়া হচ্ছে ১০ টাকা।

ভুক্তভোগী ফাতেমা আক্তার জানান, গত ১১ ডিসেম্বর তার ২ বছরের শিশুকে বিড়াল আঁচর (খামচি) কাটে। ১২ ডিসেম্বর হাসপাতাল থেকে বিনামূল্যে প্রথম ডোজটি দিয়েছেন। এভাবে ৩টি ডোজ দেওয়ার তারিখ লিখে দেন কর্তব্যরত নার্স।

গতকাল ১৬ ডিসেম্বর তার শিশুর ২য় ডোজ দেওয়ার দিন। হাসপাতালে এসে জানতে পারেন, র‍্যাবিস ভ্যাকসিন নেই। তিনি বাধ্য হয়ে জনপ্রতি ১৩৫ টাকা করে ৪ জন মিলে ৫৪০ টাকায় একটি ভ্যাকসিন কিনে ৪জন রোগী নিয়েছেন। সরকারি হাসপাতালে বিনামূল্যের র‍্যাবিস ভ্যাকসিন নেই এটা তিনি বিশ্বাস করতে পারছেন না।

রুবী আক্তার নামে অপর এক রোগীর স্বজন জানান, তার রোগীর জন্য তিনি ২ টি ডোজ বিনামূল্যে পেয়েছেন। শেষ ডোজ দিতে হাসপাতালে এসে জানতে পারেন- র‍্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। এজন্য বাধ্য হয়ে এক ওষুধ বিক্রেতার কাছ থেকে নগদ টাকায় কিনে তার রোগীকে শেষ ভ্যাকসিনটি দিতে হয়েছে।

তিনি মনে করেন, ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের কাছ থেকে হাসপাতালের দায়িত্বরতরা কমিশন সুবিধা নিতে ভ্যাকসিন না থাকার অজুহাত দিচ্ছেন।

হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম জানান, বরাদ্দকৃত সরকারি র‍্যাবিস ভ্যাকসিন (Rabies vaccine) শেষ হওয়ায় রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। ভবনের বাইরে যিনি ভ্যাকসিন বিক্রি করছেন তিনি হাসপাতালের কেউ নন। তাকে ওই ভবন চত্বরে ভ্যাকসিন বিক্রির অনুমতিও তাকে কেউ দেয়নি। তারা কোনো প্রকার বাড়তি সুবিধা নিচ্ছেন না। দালাল ও বহিরাগত ওষুধ বিক্রেতাদের বিষয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়া এরআগেও কয়েক দফায় পুলিশের হাতে দালালরা আটকও হয়েছেন।

দায়িত্বরত অপর সিনিয়র স্টাফ নার্স রিজিয়া জানান, এ বছর রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সরবরাহকৃত ভ্যাকসিন সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে ভ্যাকসিনের বাড়তি চাহিদা দেওয়া হয়েছে। দ্রুতই সরকারি ভ্যাকসিন পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় র‌্যাবিস্ ভ্যাকসিন (Rabies vaccine) বিতরণে সমস্যা হচ্ছে। প্রতি সপ্তাহে তারা যে পরিমাণ ভ্যাকসিনের চাহিদা দেন- তারা সে পরিমাণ ভ্যাকসিন পান না। ফলে মাঝে-মধ্যেই সমস্যা হয়। সরকারি র‌্যাবিস্ ভ্যাকসিন এলেই এ সমস্যার সমাধান হবে।

তিনি আরও জানান, হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে দালাল বা কোম্পানীর প্রতিনিধিদের ওষুধ বিক্রির সুযোগ নেই। এরপরও যদি কেউ ওষুধ বা ভ্যাকসিন বিক্রি করে থাকেন তিনি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Header Ad
Header Ad

ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ

ভারতের গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজের কর্মীরা জানান, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে আচমকা জাহাজের তলায় বড়রকমের শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এসময় একদিক দিয়ে কাত হয়ে পড়ে জাহাজটি। চালকের কেবিন বাদ ছাড়া পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।

স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যেতে পারে।

Header Ad
Header Ad

‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে, তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই।আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো।

নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেসসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে।

Header Ad
Header Ad

আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি

আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি। ছবি: সংগৃহীত

আজ গাজাবাসীর জন্য স্বপ্নের মত একটি দিন। কেননা আজকে থেকেই কার্যকর হচ্ছে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার।

শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্সে বলেছেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘আমরা গাজার বাসিন্দাদের সাবধানতা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সরকারি সূত্র থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।’

গতকাল ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে টানা ছয় ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরা। নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তির (ফ্রেমওয়ার্ক) অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। আজ থেকে এটা কার্যকর হবে।

ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঠিক কখন শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। তবে বলা হয়েছে, আজ স্থানীয় সময় বেলা দুইটার আগে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এর পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ। অন্যদিকে জিম্মিদের অনেককেই মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় হামাসের কাছে এখনো ৯৮ জন জিম্মি জীবিত অথবা মৃত অবস্থায় রয়েছেন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর  
একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিলের প্রস্তাব  
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা  
আজহারীর মাহফিলে ২২ নারীসহ আটক ২৩  
১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান
চা খেতে ৩শ টাকা নিয়ে এসআই ক্লোজড  
মধ্যরাতে জাবির নারী হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবক আটক  
জিয়াউর রহমানের জন্মদিন আজ  
টাঙ্গাইলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
‌‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার’
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে, একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ: ফারুকী  
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
টাঙ্গাইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান কুদরত আলী গ্রেফতার
জুলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান: ফারুক