সমর্থকদের হামলায় ৬ পুলিশ আহত, মাহফিল ছেড়ে পালালেন তাহেরি
সমর্থকদের হামলায় ৬ পুলিশ আহত, মাহফিল ছেড়ে পালালেন তাহেরি। ছবি: সংগৃহীত
ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চর ইসলামপুরে তার সমর্থকদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাহেরিকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাহফিলে পুলিশের ওপর হামলার পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে মামলা করেন।
এদিকে গতকাল শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তিনি। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির পেছনে বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তবে তাহেরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন।
ওসি রওশন আলী বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।