স্ত্রীর নামে পুরুষ নির্যাতন মামলা, সমন জারি আদালতের
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী রবিন্দ্রনাথ কর্মকার তার স্ত্রী চন্দনা রাণী প্রতিমার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক মো. জান্নাতুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদী রবিন্দ্রনাথ কর্মকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত জোগেশ চন্দ্র কর্মকারের ছেলে। তার পক্ষে মামলাটি পরিচালনা করেন গাইবান্ধা জেলা জজকোর্টের অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ।
স্বামী নির্যাতনের মতো বিরল অভিযোগ নিয়ে দায়ের করা এই মামলাটি স্থানীয় পর্যায়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণত নারী নির্যাতনের বিষয়গুলো আলোচনায় আসে, তবে এই ঘটনার ভিন্নধর্মী প্রেক্ষাপট আইনি ব্যবস্থার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
আদালতের জারি করা সমনের ভিত্তিতে পরবর্তী সময়ে শুনানির মাধ্যমে মামলার সত্যতা নির্ধারিত হবে।