মিঠাপুকুরে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার
ছবি : ঢাকাপ্রকাশ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর থানা পুলিশ ফুলবাড়ীগামী আঞ্চলিক মহাসড়কের পাগলার হাট এলাকা থেকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নম্বর চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের একটি বাড়ি থেকে চালগুলো একটি অটোতে করে মিঠাপুকুরের দিকে নেওয়া হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
উদ্ধারকৃত চালগুলো বর্তমানে ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।
সাধারণ জনগণ আশা করছে, উদ্ধারকৃত সরকারি চালের প্রকৃত উৎস এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। সরকারি ত্রাণ বা অন্যান্য প্রকল্পের চাল অনিয়মের শিকার হলে তা দ্রুত উদঘাটন ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবিও উঠেছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।