শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | ৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গোবিন্দগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদ অতীতে শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনে বাধা দিয়েছেন। বিশেষ করে, গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনি বাধা দেন এবং ছাত্রলীগকে এ আন্দোলন দমন করার সহযোগিতা করেন।

এছাড়া আরও অভিযোগ ওঠে,
- ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়।
- কলেজের পুকুর ইজারা দিয়ে অর্থ আত্মসাৎ।
- অনুপস্থিত শিক্ষকদের বেতন উত্তোলনে অবৈধ লেনদেনের মাধ্যমে সহযোগিতা।
- ভাউচার দেখিয়ে কলেজের অর্থ আত্মসাৎ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহসিন আহম্মেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লেলিন, আহাদ, জাহিদ, তানভীর প্রমুখ। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রুহিন সরকার, আকাশ সেখ, আবু তারেক, রোমান সোহেল, নিবরাজ, অরিত তালুকদার, মুহিন ও লিখনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা দাবি করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তাকে অপসারণের দাবিও জানানো হয়।

এই মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অসন্তোষ ও ন্যায়বিচারের আহ্বান জানান, যা গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

Header Ad
Header Ad

ভারতের আদালতে জামিন পেলেন পি কে হালদার

বাংলাদেশ অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজনকে জামিন দিলেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) তারা জামিন পান।

পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি ওরফে স্বপনকুমার মিস্ত্রি, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম কুমার মিস্ত্রি।
আদালতের আদেশ অনুসারে, অভিযুক্ত তিনজনকে ১০ লাখ রুপির বন্ড জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে ৫ লাখ রুপির লোকাল বন্ড (আদালত চত্বরের পরিচিত কেউ); সব মিলিয়ে ১৫ লাখ রুপি বন্ড জমা দিতে বলা হয়েছে প্রত্যেককে। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এমনকি রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।

এর আগে বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্যে আদালতে ওঠে। পি কে হালদারের জামিনের পক্ষে জোরালো বক্তব্য দেন আইনজীবী মিলন মুখার্জি।

তিনি বলেন, আড়াই বছর হয়ে গেছে। ভারতীয় আইন অনুযায়ী, মানিলন্ডারিং মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের সাত বছর জেল হতে পারে। কিন্তু তার আগে আড়াই বছর জেল হেফাজতে থাকলে তাকে জামিন দেওয়ায় কোনো সমস্যা থাকতে পারে না। তাহলে এখানে সমস্যা কোথায়?

এর বিরোধিতা করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। দুই পক্ষের শুনানির পর বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কোর্ট মুলতবি করে দেন।

এরপর শুক্রবার বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ২৭ নভেম্বর পাঁচ লাখ রুপির বিনিময়ে জামিন পেয়েছিলেন পিকের ভাই প্রানেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।

তাদের জানানো হয়েছিল, এই সময়কালে তারা ভারতের বাইরে যেতে পারবেন না এবং আদালতে প্রতিটি শুনানিতে হাজিরা দিতে হবে।

আদালত সূত্রে জানা যাচ্ছে, সব প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে এক সপ্তাহ। অর্থাৎ অভিযুক্ত হালদারদের বাকি তিনজনের জেল থেকে বের হতে সময় লাগবে সাত দিনের মতো।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এরপর থেকে দেশটিতেই বন্দি হালদাররা। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি।

পি কে হালদারসহ পাঁচ পুরুষ সহযোগীকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে। নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে।

Header Ad
Header Ad

ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনায় প্রস্তুত পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

 

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের সুর নরম করেছেন ‍রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছেন। এ সময় তিনি দুঃখ করে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারির আগেই কেন ইউক্রেনে হামলা করলেন না।

নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ট্রাম্প নির্বাচিত হওয়ায় কিয়েভের কর্মকর্তাদের মনে সেই ভয় আরও জোরালো হয়েছে। তাদের ধারণা, মস্কোর পক্ষে যায় এমন শর্তে শান্তি প্রস্তাব মেনে নিতে কিয়েভকে বাধ্য করা হবে।

বাৎসরিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধক্ষেত্রে তার বাহিনীই ভালো অবস্থানে আছে। তবে রুশ প্রেসিডেন্ট এ-ও স্বীকার করেন যে, তার বাহিনী কবে কুরস্ক অঞ্চল পুনরায় দখল করবে তা জানেন না তিনি। এমন এক সময় পুতিন এ কথা বললেন যখন তার বাহিনী উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনে হামলা চালাচ্ছে। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলছেন।

Header Ad
Header Ad

জামালপুরে জামাই মেলা জমে উঠেছে

জামাইমেলায় মাছ দেখাচ্ছে ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুরে সাত দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। প্রতিবছর নবান্ন উৎসব ঘিরে এ মেলা হয়ে থাকে। এই মেলা ঘিরে ঘরে-ঘরে জামাইরা শ্বশুর বাড়ি আসেন। মেলায় বড় আকর্ষণ বাহারি বড়-বড় মাছ ও মিষ্টি। এই মেলায় বড়-বড় রুই, কাতল, মৃগেল, চিতল, পাঙ্গাস, সিলভার কার্প এবং বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়।

জামাইরা মেলায় এসে প্রতিযোগিতা করে মাছ কেনেন। এদিকে কে কত বড় মাছ কিনেছেন তা দেখার জন্য মেলায় আসেন প্রতিবেশীরাও। শুধু মাছ-মিষ্টি নয়, মেলায় রয়েছে, খেলনা, চুড়ি, নাগরদোলা, ভূতের বাড়ি, যাদু খেলা, ট্রেন, ঘোরদৌড়, লাঠি খেলা ও বাহারী খাবার।

মেলা কমিটির সভাপতি মোঃ খালেদ মাসুদ সোহেল তালুকদার বলেন, প্রতিবছর ১৭ ডিসেম্বর এই মেলা শুরু হয়ে সাতদিন চলে। এই মেলা থেকে জামাইরা বড়-বড় মাছ, মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মোঃ মোখলেছুর রহমান বলেন, মেলায় পুলিশের পাশাপাশি মেলা কমিটির ভলান্টিয়ারসহ এলাকার লোকজন নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এখানে নির্দ্বিধায় মেলায় এসে সবাই নিরাপদে মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।

মোঃ শহিদুল ইসলাম নামে এক জামাই বলেন, প্রতি বছর তিনি এই মেলার আগের দিন শ্বশুর বাড়ি আসেন। এবার মেলা থেকে ৮ হাজার টাকার বড় একটি মাছ ও ৪ কেজি মিষ্টি কিনেছেন।

হাসান ইসলাম নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এ ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের আদালতে জামিন পেলেন পি কে হালদার
ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনায় প্রস্তুত পুতিন
জামালপুরে জামাই মেলা জমে উঠেছে
৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ৬ দফা দাবি
স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়
নিয়ন্ত্রণে আসেনি রেস্টুরেন্টের আগুন, ৬ জনকে উদ্ধার  
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩
বিশ্বব্যাংক থেকে ১৩ হাজার ৯২০ কোটি টাকা ঋণ পেয়েছে বাংলাদেশ
সরবরাহ বাড়ছে, সবজির দাম কমেছে মুরগীর দাম বাড়ছে
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চাঁদা না দেওয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতার রগ কর্তন
ভারতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন, পর্যন্ত চারজনের প্রাণহানি
সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার
সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ের ডিএনএ মিলেছে
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
৫ আগস্টের আগে সংগ্রাম ছিল স্বৈরাচার পতনের আর এখন রাষ্ট্র মেরামতের; তারেক রহমান
ডি-৮ সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ফের তদন্ত করা উচিত: হাইকোর্ট