বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতে আসা ৫৪ জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দীর্ঘসময় অপেক্ষার পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভারতে প্রবেশের অনুমতি দেয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী জানান, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদের অনুমতি দেয়নি। অপর এক ভক্তের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, যাত্রীদের ভ্রমণকে সন্দেহজনক মনে করে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফেরত পাঠানোর ঘটনায় ইসকন ভক্তরা তাদের ধর্মীয় আচার পালন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণে আরও ৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে একটি তাঁবু ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়।

আল জাজিরার হানি মাহমুদ মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন তারা “কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছেন।”

তিনি আরও বলেন, “এমন ঘটনা এটিই প্রথমবার নয় যা আমরা ঘটতে দেখেছি। আল-মাওয়াসি অঞ্চলে বসবাসরত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান হতাশা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই গণহত্যামূলক যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে বোমা হামলা এড়াতে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা বারবার এই অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়েছেন।”

অন্যদিকে গাজা শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারে অভিযান চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজায় তিনটি বিমান হামলায় ছয় শিশু ও একজন চিকিৎসকসহ ১১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন একটি বেকারির বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে তারা বলেছেন।

এদিকে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৫৩৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

Header Ad
Header Ad

জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে: ছাত্রদল সভাপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, জাতীয় সরকারের মাধ্যমে খুনি হাসিনার কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের রূপরেখা নির্ধারণের মাধ্যমে বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমাধান সম্ভব।

বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত 'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ।

রাকিবুল ইসলাম আরও বলেন, যারা আজও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে লিপ্ত, তাদের সংস্কার করা হয়নি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন ছাত্রদের পড়ালেখা নিশ্চিত করার দায়িত্ব পালন করা হয় এবং বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বিশ্বজিৎ থেকে সাজিদ পর্যন্ত সকলকে স্মরণে রেখে ঐক্যের পথে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জুলাই অভ্যুত্থানের কথা জাতি চিরকাল স্মরণে রাখবে। এ বিজয় চিরঞ্জীব থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে তিনি বলেছেন, একটা প্রস্তাব এসেছে যে, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা সমাবেশ বা কাউন্সিল করতে পারি কিনা।

এই সভার মূল সূর ছিল, আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ-সার্বভৌমত্ব-অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। জাতীয় ঐক্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ‌‘ফ্যাসিবাদের দোসর ছাড়া সব রাজনৈতিক দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। মতাদর্শের ভিন্নতা স্বত্বেও তারা সবাই একত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐকমত্য জানিয়েছেন।’ তিনি বলেন, ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশবিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে বৈঠকে। এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালী ও বেগবান ভূমিকা নিতে বলা হয়েছে। এজন্য বন্ধুরাষ্ট্রের, প্রবাসীদের ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার সহযোগিতা নিতে বলা হয়েছে। বিদেশি সাংবাদিকদের এ দেশে ডেকে নিয়ে আসা এবং আমাদের কমিউনিকেশন ও লিগ্যাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে গত ১৫ বছরে বাংলাদেশ-ভারত যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে বলা হয়েছে। রামপালসহ দেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ওপর ভারতের নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে। ভারতকে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ভারত বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতিতে সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সব ধরনের উসকানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবাই একটা কথা বলেছেন যে, আমাদের শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনোরকম অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা সাহসী থাকব।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত
জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে: ছাত্রদল সভাপতি
ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে: আসিফ নজরুল
‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন
রোগী খরায় কলকাতার হাসপাতাল, এক প্রতিষ্ঠানের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা
ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের বিশাল ঋণ কেলেঙ্কারি
সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য
সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরতে শুরু করেছে পর্যটকরা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান
সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার
বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ
ন্যাটোর সদস্যপদ পেতে চায় ইউক্রেন, ট্রাম্প চায় কি?
ব্রিটেনে পাচার হওয়া টাকা ফেরত চাইলেন উপদেষ্টা মাহফুজ
প্রথমবারের মতো গাধার দুধ পান করলেন বাবা রামদেব, জানালেন অভিজ্ঞতা (ভিডিও)
আইনজীবী সাইফুল হত্যার বিচারে সর্বোচ্চ পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল
বিয়ে করাটাই বড় ভুল, সন্তানদেরও বিয়ে করতে উৎসাহ দেব না: তিশা
পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট, বাদ বঙ্গবন্ধুর ছবি