শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মৃত্যুর আগে ফেসবুক লাইভে অডিও বার্তা, পত্নীতলায় সুমন হত্যা ঘিরে রহস্য

সুমন হোসেন। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা-মহাদেবপুর সীমানার বিলছাড়া এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম সুমন হোসেন। তিনি বিলছাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুর রহমান ঢাকাপ্রকাশকে নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় সুমনের মৃতদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।’

ওসি বলেন, ‘সুমন ডিজিটাল মার্কেটে ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত কাল রাতে ‘সুমন হোসেন’ নামে একটি ফেসবুক আইডি থেকে করা লাইভে কিছু কথা শোনা যায়। পাঁচ মিনিট ৪৬ সেকেন্ডের ওই অডিওতে অভিযোগ করা হয়, বুলবুল নামে এক ব্যক্তির কাছ থেকে সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ধার করেন সুমন। সাথে ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। কিন্তু পরে বুলবুল তার কাছ থেকে ১০ লাখ ৪৫ হাজার টাকা পান বলে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে গত রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তাকে ধাওয়া করা হয়। ওই রেকর্ডে দাবি করা হয় তার মৃত্যুর জন্য বুলবুল নামে ওই ব্যক্তিই দায়ী।’

তবে ওসি বলেন, ‘ওই ফেসবুক আইডিটি আসলেই সুমনের কিনা কিংবা লাইভের অডিও’র ওই ব্যক্তিটি কে তা খতিয়ে দেখা হচ্ছে। বুলবুল নামে কোনো ব্যক্তির সাথে সুমনের আসলেই কোনো আর্থিক লেনদেন ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এসবের সত্যতা বের হলেই আসল রহস্য উন্মোচন হবে। মৃতদেহটি ময়না ‍তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সুমন হোসেন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

এদিকে সোমবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর বাসস্ট্যান্ডে এলাকায় ব্যবসায়ী সুমন হোসেন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে সাধারণ ব্যবসায়ীরা।

Header Ad
Header Ad

নিয়ন্ত্রণে বনানী বস্তির আগুন

ছবি: সংগৃহীত

বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

জোলানীর মাথার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানিকে নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোলানির মাথার ওপর যে ১ কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল- যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে।

আল জাজিরার খবর প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধিদল। সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকের পরেই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ।

লিফ বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে। এরপরেই জোলানির মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আলোচনায় সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে- এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এইচটিএসের আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। মাত্র ১২ দিনের ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। এরপরেই সেখানের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সিরিয়ায় যায় মার্কিন প্রতিনিধিদল।

Header Ad
Header Ad

জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িচাপায় দু’জন নিহত, আহত ৬৮  

সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ (৫০)। ছবি: সংগৃহীত

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসির এক প্রতিবেদনে।

দেশটির কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক হামলা হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাস্থল থেকে আটক চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জার্মান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি সৌদি আরবের নাগরিক। ২০০৬ সালে থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ (৫০)। তিনি মনোরোগ বিশেষজ্ঞ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরব এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওলাফ শলৎজ ঘটনাস্থল পরিদর্শন করবেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার আগে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। এরপরেই ভিড়ের মধ্যে উঠিয়ে হামলা চালান তিনি।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজনকারী ব্যক্তি একাই এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই যে এই হামলায় অন্য কেউ জড়িত আছে। তবে এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিয়ন্ত্রণে বনানী বস্তির আগুন
জোলানীর মাথার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার বাতিল করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িচাপায় দু’জন নিহত, আহত ৬৮  
‘আলো আসবেই’ গ্রুপে সক্রিয় থাকা জ্যোতির কোথাও ঠাই হচ্ছেনা
সাগরে নিম্নচাপ, সমূদ্রবন্দরে সতর্ক সংকেত
আজ রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট, বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করবেন দীপ্তিও
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, গত ২৪ ঘন্টায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি
৬১ কোটি টাকা লোকসান; আবারও মাড়াই মওসুম শুরু হচ্ছে কেরুর  
নোয়াখালী বিভাগ চাই; দাবিতে মানববন্ধন
নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উপদেষ্টা মাহফুজের ফেইসবুক পোস্টে ভারতের ‘তীব্র প্রতিবাদ’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আ’লীগ নেতা
যমুনা রেল সেতু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমে উদ্বোধন: রেল সচিব
টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’ 
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই
হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারেরও বেশি হত্যাকাণ্ড
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন