তিন মাস পর ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে চালু হলো সাফারি পার্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর নতুন নামে চালু হলো গাজীপুরের সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন করে এটি এখন থেকে ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পরিচিত হবে।
শুক্রবার (১৫ নভেম্বর) পার্কটি সাময়িক সংস্কারের পর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, পর্যটন মৌসুম বিবেচনায় পার্কটি চালু করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দুর্বৃত্তদের হামলায় পার্কের মূল ফটক ভেঙে ফেলা হয়। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই থেকে জীববৈচিত্র্যে ভরপুর পার্কটি বন্ধ ছিল।
পুনরায় চালুর বিষয়ে রফিকুল ইসলাম বলেন, "দীর্ঘদিন বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে সীমিত পরিসরে পার্কটি চালু করা হয়েছে। আমরা আশা করছি, পর্যটন মৌসুমে এটি আবারও দর্শনার্থীদের বিনোদনে মুখরিত হয়ে উঠবে।"
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, ইজারা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পার্কটি বন বিভাগের অধীনে পরিচালিত হবে। তিনি বলেন, "বর্তমানে এটি ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পরিচালিত হবে।"
সাময়িক সংস্কার সত্ত্বেও পার্কটি দর্শনার্থীদের বিনোদন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।