দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল, যানজট নিরসনে আশাবাদ
ছবি : ঢাকাপ্রকাশ
যশোর জেলা প্রশাসনের নির্দেশনায় এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় দীর্ঘদিনের অপেক্ষার পর আজ পূর্ণাঙ্গভাবে চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল। টার্মিনাল চালুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বেনাপোলের সাধারণ মানুষ। এর মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বেনাপোল, দেশের প্রথম স্থলবন্দর এবং অন্যতম প্রধান আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৭-৮ হাজার যাত্রী যাতায়াত করে। আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট এলাকায় সরাসরি যাতায়াত করতো এবং সেখানে রাস্তায় যাত্রী উঠানো-নামানোর কারণে এলাকায় যানজট লেগে থাকতো। এই সমস্যা নিরসনে সরকার ২০১৭ সালে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল থেকে যাত্রী উঠানো-নামানো না করায় যানজট সমস্যার সমাধান হচ্ছিল না।
গত ৫ অক্টোবর যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বেনাপোলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এখন থেকে সমস্ত দূরপাল্লার বাস বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করে যাত্রী উঠানো-নামানোর কাজ সম্পন্ন করবে এবং কোনো বাস চেকপোস্ট বা বাজার এলাকায় প্রবেশ করতে পারবে না। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেন জেলা প্রশাসক। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ড নির্দেশনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বৃহৎ চেকপোস্ট হিসেবে বেনাপোল প্রতিদিন প্রায় ১৫০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস গ্রহণ করে। আগে এসব বাস যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী নামানো ও উঠানোর কাজ করত, যা যানজট সৃষ্টি করত এবং স্থানীয়দের অসুবিধার কারণ হতো। নতুন এই ব্যবস্থায় বাসগুলো বাধ্যতামূলকভাবে টার্মিনাল থেকে ছাড়বে এবং ফিরবে, যা যানজট সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান জানিয়েছেন, "যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির সিদ্ধান্ত ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠকের নির্দেশনা অনুযায়ী বেনাপোল পৌর এলাকায় সকল দূরপাল্লার বাস ও মিনিবাস বাধ্যতামূলকভাবে পৌর বাস টার্মিনাল ব্যবহার করবে। আন্তর্জাতিক তিনটি বাস ছাড়া কোনো বাস টার্মিনাল পার হয়ে চেকপোস্ট বা বাজার এলাকায় প্রবেশ করতে পারবে না। এই আদেশ লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সঠিকভাবে এ নির্দেশনা মানা হলে বেনাপোল এলাকায় যানজট নিরসন হবে এবং জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।"
এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে আশাবাদী বেনাপোলের স্থানীয় বাসিন্দারা। বাস টার্মিনাল চালু হওয়ায় এখন যাত্রী ওঠানামা সুশৃঙ্খলভাবে হবে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।