বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সবার আগে দেশ তারপর সেনাবাহিনী, শেষে নিজের স্বার্থ: মেজর জেনারেল মাসীহুর রহমান

ছবি : ঢাকাপ্রকাশ

১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীণ সৈনিকদের উদ্দেশে বলেছেন- ‘সততা মানবজীবনের অন্যতম সম্পদ। জীবনের সকল কাজে তোমরা সততা অবলম্বন করবে। মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট। আরও মনে রাখবে- সবার আগে দেশ তারপর আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং সবার শেষে নিজের স্বার্থ- সৈনিক হিসেবে এটাই আমাদের প্রত্যয়।

বুধবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত আর্মি মেডিকেল কোর সেণ্টার অ্যান্ড স্কুল কর্তৃক পরিচালিত রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন- আমি স্মরণ করছি- মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। যাদের রক্ত ও ত্যাগে আমরা স্বাধীন দেশের নাগরিক। বিশেষভাবে স্মরণ করছি- আর্মি মেডিকেল কোরের ১৫জন অফিসারসহ ১৩৭জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের।

তিনি আরও বলেন- তাদের মহান আত্মত্যাগ এই কোরের গৌরবান্বিত ও মহিমান্বিত করেছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা এবং শান্তি রক্ষায় যে কোন দুর্যোগ ও মানবতার সেবায় এই কোরের আত্মত্যাগ ও সাহসিকতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত-নন্দিত।

এরআগে অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান প্রধান অতিথি ও প্যারেড রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেন।সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন- মেজর আসাদুজ্জামান অনিক।

এতে সার্বিক তত্ত্বাবধানকারী অফিসারের দায়িত্ব পালন করেন- প্রতিষ্ঠানের ডেপুটি কমান্ড্যাণ্ট কর্নেল সৈয়দ হাসান মাহমুদ হোসেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লেফটেন্যাণ্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত।

এ সময় সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮১ তম সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজের মাধ্যমে ৪১৮জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে নবীণ সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরমধ্যে এ বছর ১২৯ জন মহিলা রিক্রুট যোগদান করে।

Header Ad

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

তারেক রহমান লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই জাতির মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লিখেছেন, এই বিজয় যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার অপেক্ষায় রয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেসরকারি ফলাফলে ২৭০ ইলেক্টোরাল ভোট পাওয়ার পর ট্রাম্পকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। এর আগে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি প্রথম মেয়াদে হোয়াইট হাউজের দায়িত্ব নিয়েছিলেন।

Header Ad

ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এতে বিতর্কের মুখে পড়েন তিনি। এরপর তিনি সে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) খালেদ মুহিউদ্দীন তার ফেসবুক পেজে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন। তবে এ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তীব্র প্রতিবাদ জানান।

শেষ পর্যন্ত খালেদ মুহিউদ্দীন তার নিজের ফেসবুক আইডি থেকে সে অনুষ্ঠান স্থগিতের কথা জানান।

 

তিনি লিখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ মতে বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এ বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেইজ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ থেকে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় এই টকশোর ঘোষণা দেন তিনি। নিজের পেইজের পোস্টটিতে খালেদ মুহিউদ্দীন লিখেছেন, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে মুখোমুখি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সঙ্গে থেকে দেখুন ও মন্তব্য করুন।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস

তার এই ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা সংগঠন ছাত্রলীগের সভাপতিকে ‘প্রমোট’ করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ‘শহীদদের রক্তের সঙ্গে খালেদ মহীউদ্দীন বেইমানি করছেন’ বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানান এই দুই সমন্বয়ক।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, 'নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।'

সারজিস আলম লেখেন, 'খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।'

Header Ad

এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি

এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাহবুব আলম তালুকদার ডিজি এনআইডি ও নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) অতিরিক্ত সচিবের চলতি দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে ইসির অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন
ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন
এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি
পলিথিন বিরোধী অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯
ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী
ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সবার আগে দেশ তারপর সেনাবাহিনী, শেষে নিজের স্বার্থ: মেজর জেনারেল মাসীহুর রহমান
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও হিরো আলম একই মামলায় আসামি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা