সাংবাদিক ফারাবী হাফিজকে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগের
সাংবাদিক ফারাবী হাফিজক। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন ম্যাসেঞ্জার গ্রুপে সংবাদ উপস্থাপক সাংবাদিক ফারাবী হাফিজকে ‘দালাল’ আখ্যা দিয়ে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা দেশে আসলেই ফারাবী হাফিজের বাড়ির দায়িত্ব নেবে বলেও হুমকি দেওয়া হয়েছে ওই গ্রুপে।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের গোপন ম্যাসেঞ্জার গ্রুপে এসব কথোপকথন করেছেন গ্রুপের কয়েকজন সদস্য। সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের কন্যা কানতারা খানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই গ্রুপে এসব চ্যাট (কথোপকথন) করেছেন।
এ সময় গ্রুপের এক সদস্যকে লিখতে দেখা গেছে, ‘পরিস্থিতি অনুকূলে আসলে ওর সঙ্গে একটা হিসাব নিকাশ করতে হবে ও মুকসুদপুর আসলেই।’
এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে ফারাবী হাফিজের পরিবারের নিরাপত্তা নিয়ে। স্থানীয় ছাত্রলীগ নেতা নাদিম সরদার লেখেন, ‘দালাল’ এবং ‘তার যে অপকর্ম আছে বললে ইজ্জত থাকবে না।’ তিনি দাবি করেন, ফারাবী হাফিজের কর্মকাণ্ডের কারণে স্থানীয় আওয়ামী লীগের নাম মলিন হচ্ছে।
এছাড়া, কাশালিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রানা মীর ফারাবী হাফিজকে ‘মীরজাফর’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে বহু সুযোগ সুবিধা নিয়েছে।’
এদিকে, ছাত্রলীগের ওই নেতারা দাবি করছেন, তারা শুধু ফারাবী হাফিজের বাড়িটা দেখার জন্য কথা বলছেন। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ ধরনের মন্তব্য সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সাংবাদিক ফারাবী হাফিজের পরিবারের নিরাপত্তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে এবং এ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে যোগাযোগ করলে নাদিম সরদার বলেন, ‘আমরা আসলে ফারাবী ভাইয়ের বাড়িটা দেখে রাখতে চাইছি। তার বেশি কিছু না।’
পরে উপজেলার কাশালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রানা মীর ফারাবি হাফিজের নাম উল্লেখ করে লেখেন, ‘জুলাই অভ্যুত্থানে নাইনটি ফাইভ ডিগ্রি এঙ্গেলে পল্টি নিয়েছে এই মীরজাফর। আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে বহু সুযোগ সুবিধা নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে আর সে মুকসুদপুর আসলে একটা হিসাব-নিকাশ করতে হবে আমাদের।’