টাকা পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা
ছবি : ঢাকাপ্রকাশ
অন্তবর্তী সরকারর ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন, “যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন"তারা দেশপ্রেমিক হতে পারে না।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধা ৭টায় বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাই স্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (স:) এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকাল সফল হওয়া যাবে। ধর্ম উপদেষ্টার নিকট বিরামপুর জেলা বাস্তবায়ন ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ ১০ দফা দাবি পেশ করা হলে তিনি বলেন, যুক্তিক দাবী সমূহ সরকারের নিকট উপস্থাপন করা হবে ।
মাওলানা আমিরুল ইসলামর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাসচিব মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমবৃন্দ ।