১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়ায় রেলওয়ে ৮ টি তেল ট্যাংকার লাইনচ্যুতর ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বুধবার ( ২৩ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি সান্তাহার থেকে ঈশ্বরদী হয়ে খুলনায় যাচ্ছিল। চুয়াডাঙ্গা আনসারবাড়ীয়া স্টেশনে ঢুকার আগে ৮ টি ট্যাংকার লাইনচ্যুত হয়। দুমড়ে- মুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ভোরে খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে। এরপর বেলা সাড়ে ১১ টায় উদ্ধার শেষ হয়।
পরবর্তীতে লাইন তল্লাশি করে ট্রেন চলাচলের অনুমতি দেয় কর্মকর্তারা। তারপর ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ১২ টা ১০ মিনিটে আনসারবাড়ীয়া স্টেশন হয়ে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।
এ ঘটনায় ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ৩ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর কারণ জানা যাবে।