গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি : ঢাকাপ্রকাশ
গাইবান্ধায় সোহাগ মিয়া (২৪) নামের হেরোইন বিক্রির অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত যুবক সোহাগ মিয়া গাইবান্ধার শহরের মহুরীপাড়ার রেলওয়ে কলোনীর বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ২০২১ সালে শহরের মহুরীপাড়ার রেলওয়ে কলোনীর দন্ডপ্রাপ্ত সোহাগ মিয়া পাশের এলাকা সরকারপাড়া গোডাউন রোডে হেরোইন কেনা বেচা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ ১১০.৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘদিন শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষনা করেন আদালত।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)