ইউনিয়ন পরিষদ নির্বাচন
দেবিদ্বারে আওয়ামী লীগ প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত কার হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে রাত পোহালেই। আগের রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নূরুজ্জামান ভূঁইয়া মুকুল নামে নৌকা প্রতীকের এক আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে তার। নূরুজ্জামান মুকুল উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভানী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রবিবার সন্ধ্যায় ভানী ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক প্রার্থী হাজী জালাল হোসেনের ভাগিনা চান্দিনা থেকে ওই কেন্দ্র এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় স্থানীয়রা আটক করে তাকে পুলিশে দেয়। এসময় ওই ঘটনাস্থলে ছুটে যান আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান মুকুল। উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনাস্থলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুল। এ সময় উপস্থিত লোকজন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে মুকুলের ভাই কামরুল ইসলাম জানান, 'রবিবার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন (মোটরবাইক) ও তার লোকজন একত্রিত হয়। এসময় হাজী জালালের ভাগিনা চান্দিনা উপজেলার ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানালে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সাথে সাথে তিনি নিচে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তবে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। সে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে বলেও তিনি জানান।
নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আজাহারুল ইসলাম স্বক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গ্রহণের পূর্ব মুহূর্তে যে পদের প্রার্থীর মৃত্যু ঘটবে ওই পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে ভানী ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
টিটি/