ভূঞাপুরে পানি নিষ্কাশনের অভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি, চরম ভোগান্তিতে পৌরবাসী
ভারি বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল ও কলেজ মাঠে হাঁটু পানি ও অধিকাংশ বাসা-বাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। ছবি : ঢাকাপ্রকাশ
টানা বৃষ্টির কারণে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গিয়ে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পৌর শহরের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠেও হাঁটু পানি জমেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ।
শুক্রবার (৪ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পানিতে তলিয়ে গেছে। ফলে শত শত বাসাবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে, এবং আকস্মিকভাবে পানি প্রবেশ করায় অনেকের ঘরের মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার প্রধান ওয়ার্ডগুলোর মধ্যে ৪ ও ৯ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পৌর শহরের কেন্দ্রস্থলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, এবং শহরের খাল ও ড্রেনগুলো অপরিকল্পিতভাবে ভরাট করার ফলে পানি নিষ্কাশন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী রায়হান তালুকদার রাসেল জানান, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পৌরসভার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, “নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নের ফলে সবসময় জলাবদ্ধতার সমস্যা হয়। বৃষ্টির পানিতে আমার ফ্রিজসহ অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।”
ব্যবসায়ী কামাল হোসেন জানান, “স্কুল ও কলেজ মাঠের পানি দোকানে প্রবেশ করে মালামাল নষ্ট করেছে। এ রকম প্রায়ই ঘটে, কিন্তু কেউ দেখে না।”
পৌরসভার প্রশাসক ফাহিমা বিনতে আখতার বলেন, "টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"