রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ফজলে করিম
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ফজলে করিম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে দুইদিনের রিমান্ড শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এর আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরীকে রিমান্ড শেষে সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে এনে পুলিশের গাড়িতে রাখা হয়। আদালতকে বিষয়টি জানানো হয়।
আদালতে রিমান্ড আবেদন বা অন্য কোনও শুনানি না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেফতার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
তার বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় ফজলে করিমকে।
তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।