গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
ছবি : ঢাকাপ্রকাশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। নিহতরা হলেন বিধান চন্দ্র মণ্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০), যারা সাদুল্লাপুর উপজেলার উত্তর রসুলপুর (খোলা মণ্ডলের বাজার) গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে, উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুরের খোলা মণ্ডলের বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, বিধান চন্দ্র মণ্ডল তার অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী কমলী রানী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে দুজনেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সকলেরই এমন পরিস্থিতিতে সতর্ক থাকা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।"
ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অটো চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।