বঙ্গোপসাগরে ট্রলার ডুবি
২ জেলের মরদেহসহ শতাধিক জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবির ঘটনায় দুই জন জেলের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে ডুবোজাহাজ চর এলাকা থেকে জেলেরা ওই দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত শতাধিক জেলে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, ট্রলার ডুবির ঘটনায় মারা যাওয়া জেলেরা হলেন- বাগেরহাট শহরের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মামুন শেখ এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ধানখালি গ্রামের শেখ ইসমাইল হোসেন।
তিনি আরও জানান, ঘটনার পরেই রাত থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড, বন বিভাগ ও জেলেরা দুর্ঘটনায় কবলিত ট্রলার থেকে শতাধিক জেলেকে উদ্ধার করেছে।
সবশেষ শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার রামপালের তাশিপুর গ্রামের নাজমুলের ছেলে আবদুল্লাহ, শ্রীতলতলা গ্রামের হাশের আলীর ছেলে ইয়াকুব আলী ও মংলার আমড়াতলার আ. হাকিমের ছেলে রাজু শেখ নামের এ তিন জেলে উদ্ধার হয়েছে।
বাংলাদেশ ফিসিং বোট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা চৌধুরি জানান, ঝড়ের কবলে মোট ৩২টি ট্রলার ডুবির খবর পেয়েছি। এর মধ্যে ১২টি বরগুনার বাকি ২০টি বাগেরহাট ও পিরোজপুর এলাকার।
সবশেষ শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই জনের মরদেহ ও শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে। জেলেদের সন্ধানে কোস্টগার্ড, বনবিভাগ ও ট্রলার মালিক সমিতি যৌথ অভিযান চালাচ্ছে।
মোস্তফা চৌধুরী আরও জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের জালে একজন জেলের মরদেহ দেখে আতঙ্কে একজন জেলে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে তীরে নিয়ে আসা হচ্ছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের সন্ধানে সকাল থেকে কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর চর থেকে তিন জনকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের দুটি জাহাজ, দুবলার ফিসারম্যান গ্রুপসহ বনবিভাগের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে।
রবিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবে কোস্টগার্ড।
শুক্রবার রাতে বৈরি আবহাওয়ায় সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ৩২ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জেলেকে কোস্টগার্ড উদ্ধার করলেও এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছে বলে ফিরে আসা জেলেরা দাবি করছেন।
এমএ/এমএসপি