নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়। ছবি: ঢাকাপ্রকাশ
নওগাঁয় নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কুতুব উদ্দিন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পিপিএম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও আহসানুজ্জামান, নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক, জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।
সভায় সাংবাদিকরা জেলার মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, ইভটিজিং রোধ, নাগরিক বান্ধব পুলিশ, যানবাহনে চাঁদাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ, ট্রাফিক শৃঙ্খলাসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের কাছে তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবি জানান।
পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, ‘আমি ২৪ তম বিসিএস পুলিশে যোগদান করি। নওগাঁ শান্তিপূর্ণ একটি জেলা। এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা। নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই।’
তিনি আরোও বলেন, পুলিশকে আরও আধুনিক ভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, ‘আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি জোর দেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।’
এ সময় মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।