২০১৭ সালে ভক্তদের চমকে দিয়ে হঠাৎই নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন শোবিজাঙ্গনের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর আকাশ থেকে পরলেন সকলকে।
ভক্তদের স্বপ্নের দম্পতি ছিলেন। কিন্তু সে সংসারেও যে ভাঙন ধরবে তা অনেকেই ভাবতে পারেননি। তাদের বিচ্ছেদে অসংখ্য ভক্তদের কষ্ট প্রকাশ করতে দেখা গেছে।
বিচ্ছেদের পর অবশ্য রাফিয়াত রশীদ মিথিলা বেশিদিন একা থাকেননি। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর সাথে নতুন সংসার গড়ে তোলেন। আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন।
তবে শোনা যাচ্ছে পাঁচ বছর না গড়াতেই সৃজিত-মিথিলার সংসারে ভাঙনের সুর বাজছে। এমনও হতে পারে বিষয়টি সাময়িক।
তবে এ কথা সত্য বাংলাদেশে ফিরে এসেছেন মিথিলা। কাজ করছেন ব্র্যাক-এ হেড অব আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে। আইরাও ভর্তি হয়েছে ঢাকার একটি স্কুলে।
সৃজিতের জন্মদিনেও মিথিলাকে দেখা যায়নি একসাথে। যদিও সৃজিত এখনও আইরাকে মিস করছেন এমনটা জানিয়েছেন নিজেই।
মিথিলার এমন একা হওয়ার গুঞ্জন যখন হাওয়ায় তখনই সম্পর্কে জড়ানোর খবর এলো তাহসান খানের।
যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন তাহসান। সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লেও তাহসান জানিয়েছেন এখনো বিয়ে হয়নি। তবে নিশ্চিত করেছেন রোজার সাথেই নতুন জীবনের পথে হাঁটছেন তিনি।
গণমাধ্যমকে তাহসান বলেন, “এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।”
সন্ধ্যা পর্যন্ত ভক্তদের অপেক্ষা চলুক। এর মধ্যে জেনে নেয়া যাক তাহসানের হবু স্ত্রী সম্পর্কে।
রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পড়াশোনা করেছেন নিউইয়র্কে।
পড়াশোনা শেষ করেই থেমে থাকেননি। নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠানও দাঁড় করিয়েছেন। নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন দেশেও। তার হাতে হাজারও তরুণীর প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে। দেশের তারকাদেরও পছন্দের তালিকায় শীর্ষে আছেন রোজা। সামাজিক মাধ্যমেও জনপ্রিয় রোজা। তার প্রতিষ্ঠানের এক মিলিয়ন ফলোয়ার দেখা গেছে।
২০০৬ সালে বিয়ে করেন গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ২০১৩ সালে তাদের ঘরে আসেন কন্যা সন্তান আইরা। প্রায় এগারো বছর সংসারের পর ২০১৭ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন তারা।