বরগুনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক
বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনে উপজেলার তিনটি গ্রামে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পর্যন্ত বড়বগী ইউনিয়নের বারোঘড়, নিশানবাড়িয়া ইউনিয়নের বথীপাড়া ও অংকুজান পাড়া এলাকা থেকে মোট চারটি ট্রান্সফরমার চুরি হয়।
ট্রান্সফরমার চুরির ঘটনায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাদী হয়ে তালতলী থানায় অভিযোগ করেছেন।
তালতলী পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রান্সফরমার চুরির ব্যাপারে তালতলী থানায় পৃথক চারটি অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ‘গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে বৃহস্পতিবার দুটি এবং শুক্রবার একটি ট্রান্সফরমার লাগানো হয়েছে। পরবর্তীতে বাকি একটিও লাগানো হবে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওত হোসেন তপু বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ থানায় অভিযোগ করেছে। চোরাই চক্রকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।’
এমএ/এমএসপি