মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এশিয়া মহাদেশের বৃহতম ‘যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

যমুনা আঞ্চলিক জাদুঘরের ৩০ বছর প্রতিষ্ঠাবার্ষিকা উপলক্ষে আনন্দ র‌্যালি। ছবি: ঢাকাপ্রকাশ

‘জীববৈচিত্র সংরক্ষণ, দেশ ও জাতীর উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে এশিয়া মহাদেশের অন্যতম বৃহতম ‘যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতু পূর্ব রিসোর্টের জাদুঘরের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এ সময় যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানাসহ জাদুঘর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যমুনা সেতু নির্মাণকালীন সময়ে (১৯৯৫-৯৭ সালে) সেতু কর্তৃপক্ষের পরিবেশ ইউনিটের অধীনে পরিচালিত ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও সমীক্ষা’ কর্মসূচীর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী জাকের হোসেন এর নেতৃত্বে ‘বাংলাদেশ বন্যপ্রাণীতত্ত্ব সমিতি’ (প্রাণিবিদ্যা বিভাগ ঢাবি) কর্তৃক জাদুঘরের কাজটি বাস্তবায়ন হয়। বর্তমানে জাদুঘরটির জন্য নতুন আধুনিক ৩তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

এ জাদুঘরে প্রায় ৫ হাজার নমুনা সংরক্ষিত আছে। তারমধ্যে- ১৩০ প্রজাতির পাখি, ৩২ প্রজাতির সরীসৃপ, ৩৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৯ প্রজাতির উভচর প্রাণী, ২৭৫ প্রজাতির মিঠা পানি-সামুদ্রিক মাছ, ১৫০ প্রজাতির শামুক-ঝিনুক, ৬৬ প্রজাতির পাখির বাসা, ৪৪ প্রজাতির পাখির ডিম, ৮০৯ প্রজাতির ও অন্যান্য কীটপতঙ্গ, ৯০০ উদ্ভিদ নমুনা (শস্য বীজ-ফুল-ফল-ঔষধি-লতা-গুল্ম), ৩৬৫ ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক নমুনা রয়েছে।

শুধু তাই নয়, যমুনা সেতু নির্মাণের তথ্য, নকশা, কৌশল ও দুর্লভ ৮০৪টি ছবি ছাড়াও রয়েছে ৯ প্রজাতির ইঁদুর-চিকা-কাঁঠবিড়ালী, ৬ প্রজাতির বাদুর-চামচিকা, ৫ প্রজাতির বক, ৩ প্রজাতির হাঁস, ৮ প্রজাতির চিল-বাজ-ঈগল, ২ প্রজাতির আবাবিল পাখি, ৭ প্রজাতির কচ্ছপ, ৮ প্রজাতির টিকটিকি, ৯ প্রজাতির ব্যাঙ, শতাধিক জাতের প্রজাতির-ফড়িং, ৫ শতাধিক অন্যান্য পোকামাকড় সংরক্ষিত আছে।

এছাড়া এখানে আরও অনেক দুর্লভ প্রাণী সংরক্ষিত আছে। এগুলোর মধ্যে হচ্ছে- দৈত্য শুকুন, বেঙ্গল শুকুন, নাগ ঈগল, মেছো ঈগল, মরুবাজ, টিকাশাহীন, বেগুনী বক, লাল বক, সবুজ ঘুঘু, হরিতাল, বুনো মাছরাঙা, খেনি/গুরগুরি, পবিত্র কুরআনে বর্ণিত আবাবিল, সোলায়মান (আ:) এর সময়ের হুদহুদ পাখি, গেছো সাপ, ডোরা আঞ্জন, মর্মর ব্যাঙ, নীল গাই, চিতা বিড়াল ইত্যাদি। সেইসাথে দেশের জীবজ নমুনা সংরক্ষিত হচ্ছে এ জাদুঘরে।

Header Ad
Header Ad

পরিবারসহ নাফিজ সারাফতের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ

চৌধুরী নাফিজ সরাফত। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতে সুবিধা পাওয়া ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফত ও তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের অনুসন্ধান দলের প্রধান সংস্থার উপপরিচালক মাসুদুর রহমান বিতর্কিত ব্যবসায়ী নাফিজ সরাফাত ও তার পরিবারের এসব স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন।

দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে আদালত এসব সম্পদ ক্রোকের আদেশ দেন।

আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফাত ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও গ্রাহকের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।

নাফিজ, তার স্ত্রী আঞ্জুমান আরা ও তার ছেলে রাহিবের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং তারা পলাতক রয়েছেন।

নাফিজ সরাফাত পরিবারের যে সম্পদ ক্রোকের আদেশ হয়েছে তার মধ্যে নাফিজের নামে গুলশানে ২০ তলা একটি বাড়ি রয়েছে।

তার ফ্ল্যাট রয়েছে, গুলশানে একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় চারটি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ। প্লট রয়েছে নিকুঞ্জে দুইটি, গাজীপুরের কালিয়াকৈরে ১০ কাঠা করে দুইটি, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাড়ে ৭ কাঠার একটি।

এছাড়া বাড্ডার কাঠালদিয়ায় আড়াই কাঠা, গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ, জোয়ার সাহারায় ৪ দশমিক ৯৫ শতাংশ জমি রয়েছে তার।

নাফিজের স্ত্রী আঞ্জুমান আরা সাহিদের নামে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়ি, পান্থপথে একটি, গুলশান লিংক রোডে একটি, মিরপুর ডিওএইচএস এ একটি, শাহজাদপুরে একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ।

এছাড়া তার নামে নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডার কাঠালদিয়ায় আড়াই কাঠা নাল (আবাদি) জমি ও গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ চালা (উঁচু) জমি রয়েছে।

ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের নামে থাকা বনানীর তিনটি ও বারিধারার চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইস অ্যাসেট ম্যানেজেমেন্ট পিএলসির মালিকানাতেও যুক্ত। তার বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।

Header Ad
Header Ad

শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় এবং বাংলাদেশের রাজশাহীর শিবগঞ্জ থানার উল্টোদিকে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার মালদহের কালিয়াচক-৩ ব্লকের বাখরাবাদ পঞ্চায়েত এলাকার সীমান্তে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবি তা নিয়ে আপত্তি তোলে।

বিজিবির দাবি, উক্ত অঞ্চলটি বাংলাদেশের মধ্যে পড়ে এবং সেখানে বিএসএফ বেড়া দিতে পারে না। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্তের দুই পাশের গ্রামবাসীরা জড়ো হন।

তবে বিএসএফের দাবি অনুযায়ী, সীমান্তের এই উন্মুক্ত অংশে কাঁটাতার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ চলছে। মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই অংশ দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। সাম্প্রতিক সময়ে একাধিক অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে বিএসএফ উন্মুক্ত জায়গায় কাঁটাতার বসানোর উদ্যোগ নেয়। এই পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিজিবি ও বিএসএফের মধ্যে এই উত্তেজনা দুই দেশের সীমান্তের শান্তি ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর

দক্ষিণ কোরিয়া পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করবেন দেশটির পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ। মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

গত, ২৯ ডিসেম্বর জেজু এয়ার পরিচালিত একটি বিমান মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ হলে ১৭৯ জন নিহত হন।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ (২৯ ডিসেম্বর) রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে রওনা হয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ানে পৌঁছেছিল। এ সময় বিমানটি রানওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

দেশটির পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমি এই বিপর্যয়ের দায় এড়াতে পারি না।’

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে তিনি একটি সঠিক সময় বের করবেন এবং পদত্যাগ করবেন। এছাড়া মন্ত্রী জানিয়েছেন, তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরের অবতরণ ব্যবস্থা আরও নিরাপদ করতে পদক্ষেপ গ্রহণ করবেন।

এদিকে দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেটরে অভিযান চালায়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা ইঞ্জিনগুলোর একটিতে পাখির পালক পাওয়া গেছে বলে জানান প্রধান তদন্তকারী লি সেউং-ইওল।

এর আগে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছিল পাখির আঘাতে বিমানটির ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিধ্বস্ত হয় বিমানটি।

এদিকে সোমবার বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত একটি ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধার এবং কারণ বিশ্লেষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন দুজন কোরিয়ান তদন্তকারী।

২৯ ডিসেম্বর থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফেরা বিমানটিতে ছয়জন ক্রুসহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শুধু দুজন যাত্রী বেঁচে যান। বাকি সবাই বিমান বিধ্বস্তে নিহত হন। গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পরিবারসহ নাফিজ সারাফতের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ
শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
টাঙ্গাইলে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল (ভিডিও)
রোজার আগে পণ্যে শুল্ক আরোপ করা হবে না: অর্থ উপদেষ্টা
ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি
রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল
হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতায় টানা চার ম্যাচ হার
দেশে দুই যুগ ধরেই আছে এইচএমপিভি, মৃত্যুর ঘটনা নেই
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্রসহ নিহত ২
ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা
তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা
‘ডালিমের বিরুদ্ধে মামলা করব, তাকে আমি ছাড়বো না’: আইনজীবী
সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকেই বিয়ে করলেন বাবা!