সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা হাবিবুর
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা হাবিবুর। ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সোনাগাজীর আহমদপু, হাজীপুর, চরকৃষ্ণজয়, আমিরুদ্দিন মুন্সির হাট, মানুমিয়ার হাট, স্বরাজপুর বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেন হাবিবুর রহমান। সেই সঙ্গে সবসময় বন্যাদুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
![](https://admin.dhakaprokash24.com/media/content/images/2024September/feni1-dhakaprokash-20240904143752.jpg)
এই সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি মাইনুল ইসলাম মঈন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিম, জেলা যুবদল নেতা কামরুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুল আফসার টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জমান থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ইউনিয়ন যুবদল নেতা আজাদ, মাসুদ সুজন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)