বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ছাত্র আন্দোলনকে কটাক্ষের অভিযোগে

নওগাঁয় ডিসির অপসারন দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা

ছবি : ঢাকাপ্রকাশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

এসময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিতালি প্রামানিক, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রাব্বানী রাশিদ, নুসরাত জাহান জুথিসহ অন্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচী শেষে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বক্তারা বলেন- গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

জাতীর পিতাকে স্বপ্নের বাংলাদেশ করতে দেয়া হয়নি, তার পরিকল্পনা সফল হয়নি। নির্বিচারে পাখির মত গুলি করা হয়েছে। আজ একটি, দুটি লাশ রাস্তায় পরলে টকশো দিয়ে টেলিভিশন ফাঁটাই ফেলে বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন তারা কোথায় ছিল। মায়া কান্না। সরকারি চাকুরিজীবি হিসেবে নয় নাগরিক হিসেবে যদি আগুন জ্বলে তবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়। দেশ তো ভালোই চলছে।

ডিসির এমন বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে এবং তার অপসারণের দাবি জানায়।

Header Ad
Header Ad

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিসের? যা জানা গেল

সারজিস আলম ও ইলিয়াস আলম। ছবিঃ সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না।” তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না” শীর্ষক কোনো মন্তব্য সারজিস আলম করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকমের নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এ ছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে, প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে বুঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মতিভাবে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে, সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

নতুন উপদেষ্টা বিষয়ে সারজিস আলম গত ১৬ নভেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন। এমন কঠিন সময়ে নীরব থাকা ও গা-বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’ তবে, সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি।

এ ছাড়া গত ২৬ ডিসেম্বরে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন সারজিস আলম।

সুতরাং, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না” শীর্ষক মন্তব্য সারজিস আলম করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ‘কাঁটাতারের বেড়া’ নির্মাণের চেষ্টা ও বিজিবির বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বস্তাবর সীমান্ত চৌকি সংলগ্ন সীমান্তের শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিল এবং স্ক্যাভেটার (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিল। এই কার্যক্রম দেখে আমাদের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণেন চেষ্টা বা ভারী কোনো স্থাপনা নির্মাণ কাজের আলামত বলে মনে হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে ফজল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাঁদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে তাদের সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা। আজকে সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ। প্রায় ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে যা কিনা প্রথম। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় আবারও ফেইল করেছেন।

বিসিবি এখনও লিখিত ফলাফল না পেলেও, সাকিব আবারও ফেইল করলে একবছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ২০১৯ সালের শেষদিকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাকিব এবার এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন বোলিং করা থেকে।

মূলত পরপর দুইবার লিখিত পরীক্ষায় বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পরের এক বছর কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না, এটিই আইসিসির নিয়ম। তাই চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ফের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডার।

বেশ কয়েকদিন ধরেই সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে চলছে আলোচনা। সাকিবকে খেলানো নিয়ে বিসিবির মধ্যে আগ্রহ থাকলেও, সাকিব খেলতে পারবেন কিনা তা সময়ই বলে দিবে। তবে ব্যাট হাতে দুঃসময় পার করা সাকিবকে বোলিং ছাড়া খেলানোর সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টকে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিসের? যা জানা গেল
নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার
ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না: জয়া
বিডিআর বিদ্রোহে সব কারাবন্দির মুক্তি দাবি স্বজনদের  
ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান
নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম  
এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: আইইডিসিআর
২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
বিডিআর বিদ্রোহ মামলার শুনানি: পুড়িয়ে দেয়া হয়েছে আদালতের এজলাস কক্ষ
টুইটারের পর এবার লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ, হতে পারে কারাদণ্ড
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেখ পরিবারকে প্লট বরাদ্দ: ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন নিহত