নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা
নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত
সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। নওগাঁর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা তাঁদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১ টায় সরজমিন গিয়ে দেখা যায়, শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাজের মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন তারা।
ব্রীজের মোড়ে সড়কে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন একদল শিক্ষার্থী। বাটার মোড়ে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন পাঁচ শিক্ষার্থী।
এ সময় কথা হয় নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমা ঢাকাপ্রকাশকে বলেন, ‘এখানে আমরা এসেছি দেশের সেবা করতে। সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ শহর রাখতে আমরা ২৫ জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিতার প্রয়োজন।’
এ সময় শিক্ষার্থীর পাশে পানি নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মটরসাইকেল না চলানোর অনুরোধ। পথচারীরাও বলেন, আজ শিক্ষার্থীরা যে কাজটি করছে সে কাজটি আমাদের সকলের করা উচিত এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট লেনে চলাফেরা করা উচিত।
এ প্রসঙ্গে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর (টিম লিডার) শামীম রেজা ঢাকাপ্রকাশকে বলেন, ‘দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিক্ষার্থীদের পাশাপাশি যানজট নিরসনের কাজ করছে। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের সচেতন করতে হেলমেট ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এবং নির্দিষ্ট লেন দিয়ে চলাচলে অনুরোধ করছি।’