শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ায় সমন্বয়ককে পেটাল আন্দোলনকারীরা

আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ায় সমন্বয়ককে পেটাল আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ১৮ জুলাই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন তিনি।

এরপর শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর রেলগেট এলাকায় কোটা আন্দোলনে আবারও অংশ নেন অর্ণব। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দিতে উত্তেজিত হয়ে ধাওয়া দিয়ে অর্ণবকে বেধড়ক পেটান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায়, শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ডান দিক থেকে এসে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অর্ণবকে। এসময় অর্ণব দৌড়ে পালিয়ে যান।

অর্ণবের বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়। তিনি ছাত্রমৈত্রীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা মহানগর বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে। অর্ণব পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে বাধা দিয়েছিল। তিনি আন্দোলনকারীদের বলেছেন, আমরা কোথাও হামলা করতে আসিনি। এজন্য তার ওপর ক্ষুব্ধ হয় অন্য আন্দোলনকারীরা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অর্ণবকে এবং পুলিশ বক্স ভাঙচুরের ছবি তোলার সময় পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৪টার দিকে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার হাসপাতালে সাইফুলকে দেখতে গেছেন। শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন। ’

জামিরুল ইসলাম আরও বলেন, পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভে বাধা দেয়নি। তাদের বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও তারা পুলিশ বক্সগুলোতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া রাস্তার পাশের বেশ কিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহীত

দেশের সাধারণ, বিজ্ঞান ও প্রযক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে সভায় বসতে যাচ্ছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।

আজ শনিবার রাত ৯টার দিকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, গুচ্ছ পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে মত আছে। তবে বেশির ভাগই পক্ষে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তাহলে সেটা সমাধান করা হবে। শনিবারের সভায় অন্য বিষয়ের পাশাপাশি এ বিষয় নিয়ে আলোচনা হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে এর মধ্য বেরিয়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ফরম বিক্রির কাজও শেষ করেছে। এবার প্রাথমিকভাবে মোট ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখন চলছে চূড়ান্ত আবেদন পর্ব। চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাকি তিন বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। এ অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়া আগের মতোই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকুক।

Header Ad
Header Ad

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সুলতানা আফরোজা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে ঢাকাসহ দেশের দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি হবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের ফলে সারাদেশে রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া সমুদ্র বন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আফরোজা সুলতানা বলেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

তিনি জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০কি. মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

Header Ad
Header Ad

নিয়ন্ত্রণে বনানী বস্তির আগুন

ছবি: সংগৃহীত

বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
নিয়ন্ত্রণে বনানী বস্তির আগুন
জোলানীর মাথার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার বাতিল করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িচাপায় দু’জন নিহত, আহত ৬৮  
‘আলো আসবেই’ গ্রুপে সক্রিয় থাকা জ্যোতির কোথাও ঠাই হচ্ছেনা
সাগরে নিম্নচাপ, সমূদ্রবন্দরে সতর্ক সংকেত
আজ রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট, বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করবেন দীপ্তিও
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, গত ২৪ ঘন্টায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি
৬১ কোটি টাকা লোকসান; আবারও মাড়াই মওসুম শুরু হচ্ছে কেরুর  
নোয়াখালী বিভাগ চাই; দাবিতে মানববন্ধন
নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উপদেষ্টা মাহফুজের ফেইসবুক পোস্টে ভারতের ‘তীব্র প্রতিবাদ’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আ’লীগ নেতা
যমুনা রেল সেতু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমে উদ্বোধন: রেল সচিব
টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’ 
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই
হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারেরও বেশি হত্যাকাণ্ড