ফুলছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ হোসেন (১৮)। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার জিন্নাহ সর্দারের ছেলে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের যুবক ফরহাদ হোসেন মাগরিবের নামাজের সময় বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নেয়ার সময় আকাশে বজ্রপাত হতে থাকে। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বজ্রপাতে ফরহাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।