বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পায়রার তীরে ভাসছে মাথাবিহীন ২৫ ফুট লম্বা তিমির মরদেহ

ছবি: সংগৃহীত

বরগুনার পায়রা নদীর তীরে মাথাবিহীন একটি বিশাল আকৃতির তিমি ভেসে এসেছে। তিমিটি প্রায় ২৫ ফুট লম্বা। সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়া নামক এলাকার সংরক্ষিত বনে ভেসে আসা তিমিটি দেখতে পান স্থানীয়রা।

এদিকে ভেসে আসা তিমি মাছটির বিষয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোনবুনিয়া বনের যে অংশে তিমিটি ভেসে এসেছে জোয়ার হলেই সেখানে পানি উঠে যায়। এছাড়া গত দুই তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় তিমিটি কখোন ভেসে এসেছে তাও সঠিকভাবে কেউ জানেন না।

তবে সোমবার বিকেলে বিশাল আকৃতির তিমিটি নজরে পড়ে স্থানীয়দের। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

ভেসে আসা তিমির বিষয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওয়াটারকিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বায়ক আরিফুর রহমান বলেন, বনের মধ্যে তিমি আকৃতির যে মাছটি দেখা যায় এটি এখন পচে নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় এবং পানি থেকে উপরে উঠিয়ে মাটিচাপা না দেওয়া হয় তাহলে এর দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যাবে। দ্রুত এটিকে সংরক্ষণ করতে মাটিচাপা দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে মৃত তিমি মাছ ভেসে আসার খবর পয়ে স্থানীয় বনবিভাগকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে মাছটির ওজন ও আকার নির্ধারণ করার কাজ করছেন তারা। মৃত তিমির বিষয়ে ব্যবস্থা গ্রহণে বরগুনায় কোনো টিম নেই, তাই পটুয়াখালীতে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) পটুয়াখালীর ওই টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক হোঁচট খাবে না। বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন, আগামী ২০ জানুয়ারি, পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল নয়। নতুন প্রশাসনের কিছু বক্তব্য থাকতে পারে, আমরা সেগুলো বিবেচনা করব। তবে এটি স্মুথলি চলবে বলে আমরা আশাবাদী।"

তিনি আরও বলেন, "ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারসাম্য বজায় রেখে কাজ করব। কাউকে অসন্তুষ্ট না করে নিজেদের স্বার্থ রক্ষায় এগিয়ে যাব।"

আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় চীন সফর শুরু হবে। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শেষে তিনি ২৪ জানুয়ারি দেশে ফিরবেন।

তৌহিদ হোসেন বলেন, "বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া। পারস্পরিক চাওয়া-পাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব এবং সফল হতে পারব বলে আমি আশাবাদী।"

উল্লেখ্য, এই সফর বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং বহুপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে খোলামেলা আলোচনা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, অগ্রগতি, এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাতের সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনও আলোচনায় অংশ নেন।

সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা। জামায়াত নেতৃবৃন্দ দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের ছয় দিন পর এবার সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধা সত্ত্বেও তারা বোতল ঝোলাতে থাকে। এ ঘটনার ফলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রামের সরকারপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নম্বর পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের পর থেকেই বিএসএফ ভারী অস্ত্রসহ টহল জোরদার করেছে। সন্ধ্যার পর উচ্চক্ষমতাসম্পন্ন আলো ব্যবহার করে সীমান্ত নজরদারি করছে তারা। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, "কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকেই আমরা ভয় পাচ্ছি। এবার বোতল ঝুলিয়ে দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।"

কৃষক জমশের আলী বলেন, "কাঁটাতারের বেড়া স্থাপনের কারণে আমাদের মাঠে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখন আমাদের দাবি, এই এলাকায় অন্তত তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন করা হোক।"

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন জানান, "বিএসএফ বোতল ঝুলিয়েছে যেন কেউ রাতের অন্ধকারে বেড়া তুলে নিয়ে না যায়। এটি নতুন কোনো স্থাপনা নয়, বরং তাদের নিরাপত্তার অংশ হিসেবে তারা এই ব্যবস্থা নিয়েছে।"

এর আগে গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ শূন্যরেখার প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া স্থাপন করেছিল। তখন বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এবার বোতল ঝুলানোর ঘটনায় সীমান্তের বাসিন্দারা আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সীমান্তে এমন তৎপরতা বন্ধে স্থানীয়দের দাবি, বিজিবি তাদের কার্যক্রম জোরদার করে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করুক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ
নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি
ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন