টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পেল ধান বীজ, উদ্বোধন করলেন এমপি
কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন। ছবি : ঢাকাপ্রকাশ
খরিপ ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি মৌসুমে এবার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপ আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা মধ্যে ছিল- ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।
সোমবার (০১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।