টাঙ্গাইলে কমতে শুরু করছে যমুনার পানি
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও গত দুই-তিন ধরে পানি কমতে শুরু করছে।
সোমবার (২৪ জুন) দুপু্রে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ দশমিক ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করছে। ভূঞাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।