জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র ফিরিয়েছেন শেখ হাসিনা : কুজেন্দ্র লাল
ছবি: সংগৃহীত
দেশে গণতন্ত্র ফেরানোর ব্যাপারে শেখ হাসিনা জীবন বাজি রেখে কাজ করেছেন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন কিছু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা ছিল দেশকে মেধা ও রাজনৈতিক নেতৃত্বশূন্য করার চেষ্টা। কিন্তু ১৯৭১-এর শত্রুরা সফল হয়নি। তারা শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জনপ্রতিনিধি মানে সাধারণ মানুষের সেবক। সেবার মানসিকতা নিয়ে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের ভালোর জন্য চিন্তা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যে কারণে তাকেও বঙ্গবন্ধুর হত্যাকারীরা বারবার হত্যার চেষ্টা করেছে। এখনো দেশের সমৃদ্ধির প্রশ্নে শেখ হাসিনার সামনেও অনেক বাধা আছে। সেই বাধা আমাদের অতিক্রম করতে হবে। দেশের মানুষের সঙ্গে থেকে কাজ করার মাধ্যমেই তা সম্ভব।
সাধারণ সভায় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন নবনির্বাচিত চেয়ারম্যান।
এতে নবনির্বাচিত খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা নবাগত এসিল্যান্ড অঞ্জন কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ক্যউচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা, সদর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এতে অংশ নেন।
সভা শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলমকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দেন।